অনগ্রসর জাতির পড়ুয়াদের বাসন মাজতে অস্বীকার, যোগীরাজ্যে বরখাস্ত দুই রন্ধনকর্মী

0
123

খাস খবর ডেস্ক: পিছিয়ে পড়া জাতির শিশুদের বাসনপত্র ধুতে অস্বীকার করেছিলেন। এমনকি আলাদাভাবে রাখছিলেন তাদের বাসনগুলি। এই অভিযোগেই উত্তরপ্রদেশের দউদাপুর গ্রামের বিদ্যালয়ের দুই রন্ধনকর্মীকে এবার বরখাস্ত করল স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন, সফল হয়নি বনধ, ট্যুইটারে ট্রেন্ডিংয়ে ‘ভারত খুলা হ্যায়’

- Advertisement -

সাধারণত মিড ডে মিলের পর ছাত্রছাত্রীদের বাসন পত্র মেজে ধুয়ে পরিষ্কার করেন ওই কর্মীরা। অভিযোগ উঠেছে, ওই দু’জন কর্মী নাকি তফশিলি জাতি ও উপজাতিভুক্ত পড়ুয়াদের বাসন মাজতে চাননি। এমনকি তাদের বাসনও আলাদাভাবে রেখেছেন৷ তবে কিছুদিন বাদেই তাঁদের এই কার্যকলাপ প্রকাশ্যে আসে। জেলাশাসক মহেন্দ্র বাহাদুর সিং এই ঘটনা জানা মাত্রই ওই দু’জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেন। দুজনকেই বরখাস্ত করেন তিনি। শুধু তাই নয়, স্কুলটির প্রধান শিক্ষিকার বিরুদ্ধেও ব্যবস্থা নেন তিনি। জানা গিয়েছে, ওই প্রধান শিক্ষিকাও বহিষ্কৃত হয়েছেন স্কুল থেকে।

প্রাপ্ত খবর অনুযায়ী, মাঝে কিছুদিন ধরে পড়ুয়াদের দিয়েই বাসনপত্র ধোয়াচ্ছিল স্কুলটি। কিন্তু এর কিছুদিনের মধ্যেই গ্রামের প্রধান মঞ্জু দেবী স্কুল পরিদর্শন করেন। তিনি নির্দেশ দেন যাতে এমন ঘটনা পুনরায় না ঘটে৷ তবে সেই নির্দেশে কান দেননি প্রধান শিক্ষিকা। এরপরেও একইভাবে স্কুল চালাতে থাকেন তিনি। জিজ্ঞাসাবাদের সময় ওই দুই রন্ধনকর্মী জানিয়েছেন, কোনওমতেই তাঁরা পড়ুয়াদের বাসনপত্র ধোবেন না। এমনকি, এই কথা তাঁরা লিখিতভাবেও জানান।