বানচাল হামলার ছক, কাশ্মীরে গ্রেনেড ও বিপুল আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই জইশ জঙ্গি

0
36
Terrorists Infiltrated

শ্রীনগর: গত কয়েক সপ্তহা ধরেই জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনে বড় সাফল্য পেয়েছে সেনা। গত সপ্তাহ থেকে শুরু হওয়া এনকাউন্টারে নিকেশ হয়েছে একাধিক নিষিদ্ধ সংগঠনের জঙ্গি। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের বারামুল্লার পাত্তান এলাকায় অস্ত্র ও গোলাবারুদ সহ জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত দুই সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে, “বারামুল্লা পুলিশ, ২৯ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর নেতৃত্বে একটি যৌথ অভিযানে, হানজিভিউরা বালা পাত্তন বারামুল্লা সড়কে একটি মোবাইল গাড়ির চেক পোস্ট স্থাপন করা হয়েছিল। হানজিভিউরা পাত্তনে একটি দোকানে থাকা দুই থেকে তিনজন সন্ত্রাসীর চলাচলের খবর পেয়ে (সকাল ৫.৩০ টার দিকে) অনুসন্ধান অভিযান চালু হয়েছিল।” পুলিশ দুই জইশ জঙ্গিকে আকিব মোহম্মদ মীর (২৭) এবং ড্যানিশ আহ দার (২৫) হিসাবে চিহ্নিত করেছে।

- Advertisement -

সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, দুই জঙ্গির কাছ থেকে দুটি চীনা পিস্তল, দুটি পিস্তল ম্যাগ, ১০টি গোলাবারুদ পিস্তল এবং দুটি চীনা গ্রেনেড উদ্ধার করেছে। এই অভিযানের পর সন্ত্রাসবাদী হামলার ছক বানচাল করা গিয়েছে বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে গত রবিবারে প্রধানমন্ত্রী উপত্যকা সফরের সময় জঙ্গিদের বড় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পলা ছিল। তবে তা বানচাল হয়ে গিয়েছে বলেই উল্লেখ করা হয়েছে।