PM Modi’s security breach: ১০০ শতাংশই প্রশাসনিক ব্যর্থতা, এবার সুর চড়ালেন প্রাক্তন IPS কিরণ বেদি

কংগ্রেস নেতৃত্বাধীন পাঞ্জাব সরকারকে আক্রমণ শানিয়ে তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুখজিন্দর সিং রনধাওয়া এই ঘটনার জন্য দায়ী।

0
71

নয়াদিল্লি: যত সময় যাচ্ছে পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জট আরও পাকাচ্ছে। সেই সঙ্গেই ভোটমুখী পাঞ্জাবের কংগ্রেস সরকারকে আরও কোনঠাসা করার চেষ্টা করছে বিজেপি। গত ৫ জানুয়ারীর প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার জন্য পাঞ্জাব প্রশাসনকেই দায়ী করেছে শীর্ষ বিজেপি নেতারা। এই ঘটনায় কংগ্রেসের কার লাভ হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন স্মৃতি ইরানি। এবার পুদুচেরির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদি বলেছেন পাঞ্জাবের ঘটনা ১০০ শতাংশই প্রশাসনিক ব্যর্থতা।

পুদুচেরির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর (এল-জি) কিরণ বেদি বুধবার বলেছেন গত সপ্তাহে পাঞ্জাবে প্রধানমন্ত্রীর কনভয়ের নিরাপত্তা লঙ্ঘন ছিল ১০০ শতাংশ প্রশাসনিক ব্যর্থতা এবং একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। তিন বুধবার কংগ্রেস সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছেন, ব্যর্থতা আগে সন্দেহ ছিল কিন্তু এখন এটা স্পষ্ট। পাঞ্জাব সরকার প্রধানমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে আপস করতে ইচ্ছুক। বেআইনি ও অনিয়মিত আদেশ গ্রহণের জন্য কর্মকর্তাদের ভারী মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন কিরণ বেদি। তিনি আরও বলেছেন, পাঞ্জাবের ঘটনার জন্য রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি এবং স্বরাষ্ট্রসচিব দায়ী।

- Advertisement -

কিরণ বেদি বলেছেন, “প্রধানমন্ত্রীকে অতর্কিতে হামালা করার পরিকল্পনা সফল হয়নি। এটা ১০০ শতাংশ প্রশাসনিক ব্যর্থতা। এই দেশের প্রধানমন্ত্রী একটি ভয়ঙ্কর হামলা থেকে বেঁচে গিয়েছেন।” ভারতীয় পুলিশ সার্ভিসের (আইপিএস) প্রাক্তন অফিসারও আরও হাইলাইট করেছেন যে পাঞ্জাব পাকিস্তান সীমান্তের কাছে। তাই নীতি আশঙ্কা কথা জানিয়ে বলেছেন, “সেতুর নিচে বোমা থাকতে পারে। আমি মনে করি এই দেশটি তার এক নম্বর ব্যক্তি হত্যার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।”

কংগ্রেস নেতৃত্বাধীন পাঞ্জাব সরকারকে আক্রমণ শানিয়ে তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুখজিন্দর সিং রনধাওয়া এই ঘটনার জন্য দায়ী। সেই সঙ্গে রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিপিকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন তিনি। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো আজই শীর্ষ আদালত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে চার সদস্যের একটি প্যানেল গঠন করেছে। তাঁর নেতৃত্বেই চার সদস্য পাঞ্জাবের গোটা ঘটনার তদন্ত করবে।