করোনা কালে স্থায়ী আমানতের উপর সুদের হার পরিবর্তন করল এই ব্যাঙ্ক

১ মে থেকে স্থায়ী আমানতের উপর এই হারে সুদ দেওয়া হচ্ছে৷

0
192

খাসখবর ডেস্ক: আকস্মিক বেশি পরিমাণ লাভের পিছনে না ছুটে উপার্জনের টাকা ঝুঁকিহীন ভাবে সঞ্চয় করার ক্ষেত্রে অনেক মানুষই ভরসা রাখেন নিরাপদ ব্যাঙ্কের স্থায়ী আমানতে (Fixed Deposit)৷ মিউচুয়াল ফান্ডের মতো সঞ্চয় নিয়ে এক্ষেত্রে কোনও দুশ্চিন্তা করতে হয় না৷ প্রতি বছর সঞ্চিত টাকার উপরে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ ঠিক অ্যাকাউন্টে চলে আসে৷ কিন্তু দুশ্চিন্তা বাড়ে তখনই যখন ব্যাঙ্ক(Bank) সুদের হার কমিয়ে দেয়৷ গত দু’বছরে স্থায়ী আমানতের উপর সুদের হার ব্যাপক কমিয়েছে ব্যাঙ্কগুলি৷ এবার সেই পথে হাঁটল বেসরকারি ব্যাঙ্ক আইডিএফসি (IDFC)৷ কিছুদিন আগে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমায় তারা৷ এবার স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷

দেখে নেওয়া যাক স্বল্প ও দীর্ঘমেয়াদী স্থায়ী আমানতের উপর কত শতাংশ সুদ দিচ্ছে আইডিএফসি:
৭-১৪ দিন – ২.৭৫ %
১৫-২৯ দিন – ৩.০০ %
৩০-৪৫ দিন – ৩.৫০ %
৪৬-৯০ দিন – ৪.০০ %
৯১-১৮০ দিন – ৪.৫০ %
১৮১- এক বছরের কম- ৫.২৫ %
১ থেকে ২ বছর – ৫.৫০ %
২ বছর ১ দিন-৩ বছর – ৫.৭৫ %
৩ বছর ১ দিন- ৫ বছর – ৬.০০ %
৫ বছর ১ দিন- ১০ বছর – ৫.৭৫ %

- Advertisement -

১ মে থেকে স্থায়ী আমানতের উপর এই হারে সুদ দেওয়া হচ্ছে৷ সর্বনিম্ন স্বল্পমেয়াদী স্থায়ী আমানতের ক্ষেত্রে আইডিএফসি ব্যাঙ্ক সুদ দিচ্ছে ২.৭৫৷ এটাই সর্বনিম্ন সুদের হার৷ সবচেয়ে বেশি সুদ পাওয়া যাবে ৩ বছর ১ দিন থেকে ৫ বছর পর্যন্ত স্থায়ী আমানতের উপর৷ উল্লেখ্য, আইসিআইসিআই ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্কের চেয়ে আইডিএফসি ব্যাঙ্কের স্বল্পমেয়াদী সুদের হার .৭৫ বেশি৷ অন্যদিকে ইয়েস ব্যাঙ্কের স্বল্পমেয়াদী সুদ উল্লিখিত ব্যাঙ্কগুলির চেয়ে বেশি৷ ৭-১৪ দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রে আমানতকারী পাবেন ৩.৫ শতাংশ৷ ১৫-৪৫ দিনের ক্ষেত্রে পাওয়া যাবে ৪ শতাংশ৷ ৪৬-৯০ দিনের ক্ষেত্রে সুদের হার ৪.৫ শতাংশ৷