নির্বাসন কাটিয়ে গুগল প্লে স্টোরে ফিরে এল Paytm

0
80

নয়াদিল্লি: অল্প কয়েক ঘন্টার নির্বাসন কাটিয়ে ফের যথাস্থানে ফিরে এল Paytm এবং Paytm First Games মোবাইল অ্যাপলিকেশন। গুগল প্লে স্টোরে এই দুই মোবাইল অ্যাপলিকেশনের নাম লিখে খুঁজলেই তা দেখা যাচ্ছে। যা শুক্রবার সকালের দিকে দেখা যাচ্ছিল না।

আরও পড়ুন- ইমারতী ব্যবসায়ীর গোডাউন থেকে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য পাঁশকুড়ায়

- Advertisement -

গুগল প্লে স্টোর থেকে গ্রাহকদের তথ্য ফাঁস করার অভিযোগে Paytm-কে শুক্রবার থেকেই সরিয়ে দেওয়া হয়। সেখান থেকে ওই অ্যাপটিকে আর কেউ ডাউনলড করতে পারছিল না। তবে যে সমস্ত গ্রাহক বা ইউজার ইতিমধ্যেই নিজেদের মোবাইলে অ্যাপটি ব্যবহার করছেন তাঁরা এখনও পর্যন্ত আর্থিক লেনদেন করতে পারছিলেন।

জানা গিয়েছিল, নীতি উলঙ্ঘনের অভিযোগে গুগল প্লে স্টোর থেকে Paytm এবং Paytm First Games এই অ্যাপ দুটি সরিয়ে নেওয়া হয়েছিল। যদিও অল্প সময় পরেই যথাস্থানে ফিরে আসে ওই দুই মোবাইল অ্যাপলিকেশন। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ ফের গুগল প্লে স্টোর থেকে Paytm এবং Paytm First Games নামক মোবাইল অ্যাপলিকেশনগুলি দেখা যাচ্ছিল।

আরও পড়ুন- বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ পড়ুয়ার মুখে অ্যাসিড ছুড়ে মারল যুবক

প্রত্যাবর্তনের খবর ওই সংস্থার পক্ষ থেকেই সকলকে জানানো হয়। এদিন সন্ধ্যায় Paytm-এর টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়, “আপডেট করুন। আমরা ফিরে এসেছি।”

উল্লেখ্য, ভারতে মোবাইল ওয়ালেট হিসাবে জনপ্রিয়তার শিখরে আছে Paytm। এমনকি ভারতে সবচেয়ে বেশি UPI ট্রাঞ্জাকশন হয় এই প্ল্যাটফর্মের মাধ্যমেই। যদিও Apple App স্টোরে Paytm অ্যাপটি এখনও রয়েছে। এমনকি Xiaomi অ্যাপ স্টোরেও অ্যাপটি রয়েছে।

আরও পড়ুন- বৈধ কাগজ দেখাতে না পারায় মছলন্দপুরে গ্রেফতার দুই বাংলাদেশি মহিলা

প্রসঙ্গত, কয়েকমাস ধরেই চিনা বিনিয়োগের কারণে Paytm এর প্রতি ক্ষুদ্ধ হয়েছিল দেশের মানুষ। এছাড়াও KYC করানোর নামে এই অ্যাপটির বিরুদ্ধে বারবার প্রতারণার অভিযোগও সামনে আসে।

এছাড়া, কয়েকদিন আগেই ইডি সূত্রের খবর পাওয়া গিয়েছিল যে আর্থিক দুর্নীতির জন্য Paytm ব্যবহার করছিল একটি চক্র। এই ধরনের একটি অ্যাকাউন্টে ১ হাজার ২৬৮ কোটি টাকার লেনদেনের সন্ধান পাওয়া গিয়েছে। এর বেশিরভাগটাই হয়েছে Paytm-এর মাধ্যমে। Paytm-এর মাধ্যমেই ৩০০ কোটি টাকা আয় এবং ৬০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে ওই অ্যাকাউন্টটিতে। এই ধরনের আরও অনেক ছোটবড় অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছে।