আপনার ফোনেও কি এই মেসেজ আসছে, তবে সাবধান, সতর্ক করল SBI

0
93

খাস খবর ডেস্ক: ব্যাঙ্ক জালিয়াতি কথাটার সঙ্গে সকলেই পরিচিত। বর্তমান যুগে সারা দেশ জুড়েই কম-বেশি চলছে এই জালিয়াতি কারবার। বিশেষত অনলাইন লেনদেনেই বেশি ঘটছে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা। প্রায় প্রতিদিনই ডিজিটাল দুনিয়ায় উপভোক্তাদের ভুল বুঝিয়ে তাদের গোপন তথ্য হাতিয়ে নিয়ে প্রতারিত করছে প্রতারকরা। দেশ বা রাজ্য, এই ধরনের প্রতারণার শিকার হয়ে হারিয়েছেন তাঁদের গোটা জীবনের যাবতীয় সঞ্চয়। সম্প্রতি এই ব্যাপারে নিজেদের গ্রাহকদের সতর্ক করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তথা ভারতীয় স্টেট ব্যাঙ্ক।

আরও পড়ুনঃ দাউ দাউ করে জ্বলে উঠল জোড়া ট্রলার, নিমেষে পুড়ে ছাই দু’কোটি

- Advertisement -

ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে মোবাইলে মেসেজ আসলে আগে সেটা ভালো করে পড়ে তার সত্যতা বিচার করতে। কারণ, সম্প্রতি মোবাইলে একটি মেসেজ ঢুকছে, ‘ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার এসবিআই-কে দেওয়া আপনার তথ্যগুলির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। অতএব আপনার অ্যাকাউন্ট ব্লক করা হল।’ অ্যাকাউন্ট চালু রাখতে একটি লিঙ্কও দেওয়া রয়েছে সেই মেসেজে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) গ্রাহকদের এই মেসেজ সম্পর্কেই সতর্ক করল প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান, ১ লা জুন থেকে চালু ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

পিআইবি সতর্ক করেছে, কোনও গ্রাহক যেন এই ধরনের কোনও মেসেজ পেলে তার উত্তর না দেন। ভুল করেও ওই মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক না করেন। যদি এই ধরনের কোনও মেসেজ পান, তা হলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের সঙ্গে যোগোযোগ করার পরামর্শও দিয়েছে পিআইবি। অভিযোগ জানাতে হবে রিপোর্ট ডট ফিশিং@এসবিআই ডট কো ডট ইন-এ।

সম্প্রতি পিআইবি টুইট করে জানিয়েছে, ‘আপনার এসবিআই অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে, এই ধরনের একটি মেসেজ ঘুরছে। এই মেসেজ থেকে সাবধান। এটি ভুয়ো। এ ধরনের কোনও এসএমএস বা ইমেলের উত্তর দেবেন না। ব্যক্তিগত কোনও তথ্য বা ব্যাঙ্কের কোনও তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না। যদি এ রকম কোনও এসএমএস পান, তা হলে অবশ্যই অভিযোগ জানান ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।’