Merry Christmas বলা হয়, Happy Christmas বলা হয় না কেন

0
79

বিশ্বদীপ ব্যানার্জি: যখন নতুন বছর আসে। আমরা বলি, ‘হ্যাপি নিউ ইয়ার’। কারও জন্মদিনে বলি, ‘হ্যাপি বার্থডে’। দিওয়ালির সময় বলি, ‘হ্যাপি দিওয়ালি’। ক্রিসমাসের ক্ষেত্রে নিয়মটি কিন্তু ব্যতিক্রম। ক্রিসমাসে কেউই ‘হ্যাপি ক্রিসমাস’ বলে না। বলে, ‘মেরি ক্রিসমাস’ (Merry Christmas)। কেন?

আরও পড়ুন: কী হতে চলেছে এই ব্রহ্মাণ্ডের ভবিষ্যৎ, কী হবে আমাদের, জানালেন প্রখ্যাত বিজ্ঞানী

- Advertisement -

এর নেপথ্যে একটি মজাদার ব্যখ্যা রয়েছে। প্রথমেই জানিয়ে রাখা দরকার, ইংল্যান্ডের রাজ পরিবার কিন্তু বড়দিন অর্থাৎ ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে মেরি নয়, বরং ‘হ্যাপি ক্রিসমাস’-ই বলে থাকেন। কারণ রাজ পরিবারের মতে, মেরি শব্দটি একেবারেই ভদ্র শব্দ নয়। আবার কেউ কেউ তো এটিকে সরাসরি গুণ্ডাদের ভাষা বলেই দাবি করেন। এরাও ‘মেরি ক্রিসমাস’ (Merry Christmas) বলেন না। ‘হ্যাপি ক্রিসমাস’-ই বলে থাকেন।

কিন্তু আমাদের দেশে বা অন্যান্য অনেক দেশেই বলা হয়, ‘মেরি ক্রিসমাস’। আসলে এর নেপথ্যে রয়েছে ইংল্যান্ডের চার্চের বিশেষ ভূমিকা। কথিত, চার্চের পাদ্রীরাই উদ্যোগ নিয়ে হ্যাপির বদলে মেরি বসানো শুরু করেন ক্রিসমাস শব্দটির আগে। কারণ মেরি শব্দটি ছিল সাধারণ মানুষের শব্দ। তাই সাধারণ মানুষের মধ্যে খ্রিষ্টধর্মকে ছড়িয়ে দিতেই ক্রিসমাসের আগে হ্যাপির বদলে মেরি বসানো শুরু করেন চার্চের পাদ্রীরা।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

জানা যায়, ১৫৩৪ সালে বিশপ জন ফিশার বড়দিনের শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি লিখেছিলেন ক্রোমওয়েলকে। সেখানে ‘মেরি ক্রিসমাস’-ই লিখেছিলেন তিনি। এরপর ১৯ শতকের শুরু থেকে ব্যাপক জনপ্রিয় হয়ে যায় এই ‘মেরি ক্রিসমাস’। সেই থেকেই এই ধারা চলে আসছে।