ছেলের হাতে খুন জনপ্রিয় অভিনেত্রী, গ্রেফতার ২

0
328

বিনোদন ডেস্ক: বেসবলের ব্যাট দিয়ে ক্রমাগত মাথায় আঘাত, ছেলের হাতে খুন হল জনপ্রিয় অভিনেত্রী বীণা কাপুর(Veena Kapoor)। জানা গিয়েছে, সম্পত্তির লোভে পড়ে মা’কে খুন করেছেন ছেলে শচীন।খুন করে ৯০ কিলোমিটার দূরে জঙ্গলে ফেলে দিয়ে আসা হয়েছে দেহ। বীণা কাপুরের(Veena Kapoor) জুহুর বাড়িতেই ঘটেছে এই ঘটনা। অভিনেত্রীর খুনের ঘটনায় পুলিশকে জানিয়েছেন তাঁর বন্ধু, সহ-অভিনেত্রী নীলু কোহলি।

আরও পড়ুন: প্রথমবার বলিউড ছবিতে Jaya Ahsan, শুরু হল ছবির শুটিং

- Advertisement -

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বীণা কাপুর।একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন বীণা দেবী(Veena Kapoor)। বর্তমান বয়স হয়েছিল ৭৪ বছর। বলিউড তারকা জিতেন্দ্রর বাড়ির কাছে মুম্বইয়ের ভিলে পারলে এলাকার অভিজাত আবাসনে থাকতেন তিনি। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই অভিনেত্রীকে(Veena Kapoor) দেখতে পাওয়া যাচ্ছে না বলে সন্দেহ হয় আবাসনের সিকিউরিটি সুপারভাইজারের। তিনিই পুলিশকে জানান, বীণা দেবী’কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরই শুরু হয় তদন্ত।

আরও পড়ুন: নতুন সম্পর্কে Salman, নিজের দুটি ছবিতে জায়গা দিলেন হাঁটুর বয়সী প্রেমিকা’কে

তদন্তে গ্রেফতার হয় অভিনেত্রীর(Veena Kapoor) ছোট ছেলে শচীন কাপুর। বীনা কাপুরের(Veena Kapoor) বড় ছেলে আমেরিকায় থাকেন, জুহুতে ছোট ছেলের সঙ্গেই থাকতেন তিনি। জানা গিয়েছে, ১২ কোটি টাকার একটি জমির জন্য বচসা বাঁধে ছোট ছেলে শচীনের সঙ্গে। হটকারিতা ছেলে বেসবলের ব্যাট দিয়ে মাথায় আঘাত করে তাঁর। তারপর মৃতদেহ ৯০ কিলোমিটার দূরে জঙ্গলে ফেলে দিয়ে আসে। শুধু ছেলে নয় ঘটনায় জড়িত আছেন অভিনেত্রীর পরিচারিক লালুকুমার মণ্ডলও। ইতিমধ্যে তাঁদের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, পুলিশের কাছে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে। খুব শিঘ্রই তাঁদের আদালতে তোলা হবে।