বছর শেষ‌ হোক পাহাড়ের কোলে, অল্প খরচে বেছে নিন এই ৪ টি জায়গা

0
121

খাস ডেস্ক: শীত পড়তেই বছর শেষে ছুটির আমেজ দেখা যায়। এইসময় ভ্রমণপ্রেমীরা চলে যান নতুন নতুন ভ্রমণের ঠিকানায়।‌‌ অনেকেরই পছন্দ পাহাড়। আর দেশেই রয়েছে এমন কয়েকটি অপূর্ব ডেস্টিনেশন। তাই কম বাজেটে বেছে নিন এই জায়গাগুলি।

আরও পড়ুন: KIFF -র মঞ্চে নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন তুললেন Amitabh, বাহবা দিলেন সুকান্ত-অমিতরা

- Advertisement -

চিল: হিমাচল প্রদেশের এই স্থান পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। একদিকে রয়েছে গভীর উপত্যকা অন্যদিকে রয়েছে পাহাড়ের খাড়াই ঢাল বেয়ে উঁচুতে উঠে যাওয়ার রাস্তা। শান্ত নিরিবিলি পরিবেশে উপভোগ করা যাবে অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য।

মুন্নর: দক্ষিণ ভারতের একটি পরিচিত পর্যটনকেন্দ্র মুন্নর। কেরলে পাহাড়ের ঢাল বেয়ে নেমে গিয়েছে দীর্ঘ চায়ের ক্ষেত। একদিকে স্যাংচুয়ারি অন্যদিকে পাহাড়ি ঝরণা সৌন্দর্য বাড়ায় এই উপত্যকার।

লেহ লাদাখ: আপনি ঘুরতে পছন্দ করেন অথচ আপনার তালিকায় লেহ লাদাখ নেই তা প্রায় অসম্ভব। ভ্রমণপ্রেমীদের স্বপ্নের গন্তব্য এই স্থান। এখানে গিয়ে নুব্রা উপত্যকা, খারদুং লা পাস, প্যাংগং লেক সহ একাধিক জায়গা দেখার মত রয়েছে।

আরও পড়ুন: ভাইয়ের সঙ্গে বিয়েতে নারাজ, সমকামীতা নিষিদ্ধ দেশ ছাড়লেন রাজকন্যা

কুন্নুর: দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে অবস্থিত কুন্নুর একটি জনপ্রিয় পাহাড়ি পর্যটনকেন্দ্র। পাহাড়ের ঢাল বেয়ে দেখা যাবে সবুজের খেলা। এছাড়া রয়েছে সুবিশাল চায়ের ক্ষেত এবং বড় বড় গাছ। বেড়াতে এলে নতুন অ্যাডভেঞ্চার অর্জন করতে এখানে ক্যাম্পে থাকতে পারেন।