লুডো খেলতেও রাজি তবু চেতন ভগতের বই পড়তে রাজি নন নেটিজেনরা

0
543

নয়াদিল্লি: ফের শিরনাম উঠে এসেছে লেখক চেতন ভগতের নাম। সম্প্রতি তাঁর নতুন বই প্রকাশিত হতে চলেছে। সেই বইয়ের প্রচার করতেই লেখক টেনে আনলেন ‘পাবজি’ প্রসঙ্গ। ‘পাবজি’র নিষিদ্ধ হওয়াকে কেন্দ্র করে বইয়ের প্রচার করে নেটিজেন্দের রোষের মুখে চেতন ভগত।

চেতন ভগত তাঁর নতুন বই ‘ওয়ান অ্যারেঞ্জড মার্ডার’-এর ঘোষণা করেছেন। চলতি বছরের শুরুতেই এই বইয়ের কভারও জনসমক্ষে এনেছেন তিনি। বৃহস্পতিবার পাবজি মিম দিয়ে নিজের এই বইয়ের প্রোমোশন করেই গণ্ডগোল পাকালেন ভগত।

- Advertisement -

তিনি পোস্টে লেখেন, ‘আর পাবজি নয়, কিন্তু এখনও এই বইটা পড়তেই পারেন আপনারা’। এই লেখা দিয়েই তিনি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। ক্যাপশনে লেখেন, এই বইটাতেও একজনের খুন নিশ্চিত। ঠিক এই পোস্টের প্রতিক্রিয়াতেই উঠে এসেছে নানান মন্তব্য।

একে তো পাবজি বন্ধ হওয়ায় ৩৩ মিলিয়ন মানুষ রীতিমতো ক্ষেপে। তাঁর মধ্যে পাবজিপ্রেমীদের চোখের সামনে এরকম একটা মিম। আরও ক্ষেপে উঠে কেউ লিখেছেন ‘লুডো খেলে নেবো কিন্তু আপনার বি পড়ব না’। পাশাপাশি একজন লেখক হয়ে নিজের বইয়ের এভাবে প্রচার করা কতটা সম্মানের তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

সরাসরি তাঁর লেখাকে আক্রমণ করতেও ছাড়েননি নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘এরকম নিম্নমানের পাঠ্য পরার জন্য আজকের যুবসমাজকে উৎসাহ দিয়ে আপনি অপরাধ করছেন না?’ এছাড়াও পাবজিপ্রেমীদের মধ্যেই একজন লিখেছেন, ‘কোনও কিছুর নিষিদ্ধ হয়ে যাওয়াকে আপনি নিজের বইয়ের প্রচারের মাধ্যম বানাতে পারলেন কিভাবে?’ চেতনের এই মিম এখন সোশ্যাল মিডিয়ার বহুল চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।