সৌভিকের মুখোমুখি বসিয়ে এবার রিয়াকে জেরা করবে এনসিবি

0
753

মুম্বই: মাদক মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই সৌভিককে চারদিনের জন্য হেফাজতে পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ এই চারদিন সৌভিককে জেরা করে মাদক কারবার ও কারবারীদের ব্যাপারে আরও তথ্য জোগাড়ের কাজ করবেন তদন্তকারীরা৷ সুশান্ত মামলার তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে মাদক যোগ৷ আর তাতে নাম জড়ায় রিয়ারও৷ তাই এবার সৌভিক ও রিয়াকে মুখোমুখি বসিয়ে জেরা করবে এনসিবি৷

এদিন এনসিবি-র তরফে জানানো হয়েছে, সৌভিক চক্রবর্তী জেরায় অনেক লোকের নাম নিয়েছে৷ এরা সকলেই ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত৷ সূত্রের খবর, সৌভিক তাঁর দিদির জন্য ড্রাগ কিনেছিল৷ সেই কারণে সৌভিকের মুখোমুখি রিয়াকে বসানো হবে৷ একসঙ্গে দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হবে৷ ফলে ভাই সৌভিকের পর রিয়ার গ্রেফতারি নিয়েও জল্পনা উঠতে শুরু করেছে৷

- Advertisement -

শুক্রবার রাতেই রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ আজ তাদের দক্ষিণ মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করে হলে বিচারক দুই অভিযুক্তকে ৪ দিনের এনসিবি হেফাজতের পাঠায়৷ এই মামলাতেই মাদক পাচারকারী কাইজান ইব্রাহিমকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় আদালত৷

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে মোট সাতজনকে গ্রেফতার করা হল৷ এদিন আদালতে সৌভিককে নিয়ে আসার আগে সিয়ন হাসপাতালে তার মেডিক্যাল পরীক্ষা হয়৷ পরে আদালতে রিয়ার আইনজীবী সতীশ মানেসিদ্ধে সৌভিকের জামিনের দাবিতে যুক্তি পেশ করে জানান, এনসিবি শুক্রবার সকালে বাড়িতে তল্লাশি চালিয়েও মাদক খুঁজে পায়নি৷ যদিও সরকারি আইনজীবী জানান, এই মামলায় গ্রেফতার দুই মাদক পাচারকারী জায়েদ ভিলেট্রো এবং আবদুল বসিত তাদের বয়ানে সৌভিকের নাম নিয়েছে৷