রাজ্যেই রয়েছে একটুকরো কাশ্মীর, ঘুরে আসুন বাংলার এই জেলায়

0
432

খাস ডেস্ক: শীতকে বিদায় জানানোর সময় এসে গিয়েছে। এইসময় অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। ভ্রমণপ্রেমীদের পছন্দের জায়গা কাশ্মীর। কিন্তু নানা কারণে যাওয়া হয়ে ওঠে না। তবে জানেন কি পশ্চিমবঙ্গের মধ্যেই পেয়ে যাবেন একটুকরো কাশ্মীর (Kashmir)। এই আমেজ পেতে আপনাকে চলে আসতে হবে জলপাইগুড়ি (Jalpaiguri)।

আরও পড়ুন: SCO বৈঠকে যোগ দেওয়ার জন্য পাক বিদেশমন্ত্রী Bilawal Bhutto ও প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানাল ভারত

- Advertisement -

জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়ির কাছেই রয়েছে ছোট্ট একটি গ্রাম গজলডোবা (Gajoldoba)। চাষের কাজের সুবিধায় তিস্তার উপর বাঁধ দেওয়ার ফলে নীল জলাধার তৈরি হয়েছে। এই হ্রদগুলিতে প্রতিবছর আনাগোনা দেখা যায় পরিযায়ী পাখির। পর্যটকদের ভাগ্য থাকলে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। লিটল রিঙড প্লোভার, রেড নেপড আইবিসের মত পাখির দেখা পাওয়া যেতে পারে গজলডোবায়। কাশ্মীরের জনপ্রিয় ডাল লেকের মতই এখানে রয়েছে শিকারা ভ্রমণের সুযোগ। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এইখানে আসার সেরা সময়।

সরকারি উদ্যোগে এখানে ২০০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। কম খরচে রাত্রিবাসের সুযোগ রয়েছে।

কীভাবে যাবেন?

শিলিগুড়ি (Siliguri) কিংবা জলপাইগুড়ি স্টেশনে থেকে সহজেই গন্তব্যে চলে যাওয়া যাবে।

আরও পড়ুন: BBC Documentary Row: মোদীকে নিয়ে বিতর্কিত তথ্যচিত্র, কংগ্রেস ছাড়লেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীর পুত্র অনিল কে অ্যান্টনি