হাতের নাগালেই পবিত্র এই পর্যটন কেন্দ্র, লোকাল ট্রেনে চেপে ঘুরে আসুন

0
718

খাস ডেস্ক: শীতের বিদায় ঘণ্টা বেজেছে! সকাল থেকেই ভালই গরম পড়ছে, বেলা বাড়ার সঙ্গে বাড়ছে তাপমাত্রা। যদিও ভ্রমণপ্রেমীদের কাছে এই গরম বাধা হয়ে দাঁড়াবে না! নিজের জন্য সময় বের করে কোথাও একটা ঘুরতে যেতে চান, কলকাতার কাছেই হাতের নাগালে রয়েছে আপনার গন্তব্য।

আরও পড়ুন: কাজের ব্যস্ততার মাঝে মনের শান্তি পেতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই গ্রামে

- Advertisement -

হুগলি জেলায় অবস্থিত গড় মান্দারণ। শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে রয়েছে এই স্থান। দুদিনের ছুটি কাটাতে গড় মান্দারণকেই ঠিকানা বানাতে পারেন। গাজী পীরের দরগা এই পর্যটনকেন্দ্রের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। জঙ্গলের নিরিবিলি পরিবেশে শাল, শিমূল, পিয়াল, সেগুন গাছের সাজানো অপরূপ দৃশ্য।

দিন শেষে আপনাকে জয়রামবাটি কিংবা কামারপুকুর ফিরে আসতে হবে কারণ গড় মান্দারণে রাত্রিবাসের ব্যবস্থা নেই। পরদিন সকালে আবার যেতে পারেন সেখানে।

কীভাবে যাবেন

হাওড়া থেকে আরামবাগের কোনো লোকাল ট্রেন ধরতে হবে। সেখান থেকে বাসে করেই পৌঁছে যাওয়া যাবে গড় মান্দারণ।