কেন্দ্রকে তথ্য জানাচ্ছে না রাজ্য, ডেঙ্গু নিয়ে অভিযোগ কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

0
36
dengue

খাস ডেস্ক: ডেঙ্গুর আতঙ্ক ক্রমশ বাড়ছে রাজ্যে। এর মধ্যেই বিরোধীরা অভিযোগ তুলছে ডেঙ্গু নিয়ে তথ্য গোপনের। রাজ্যের একাধিক বিরোধী নেতারা বারবার বলছেন, করোনার মতোই ডেঙ্গু নিয়েও রাজ্য তথ্য গোপন করছে। এর মধ্যেই শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীও একই ইঙ্গিত দিলেন। তিনি অভিযোগ করে জানিয়েছেন, ডেঙ্গু নিয়ে কেন্দ্রকে তথ্য দিচ্ছে না রাজ্য। এর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য সরকারও।

এদিন কলকাতায় কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। সেখানেই তিনি রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘ ডেঙ্গু নিয়ে প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে নির্দেশ দিচ্ছে। কিন্তু এখনও ডেঙ্গু নিয়ে কেন্দ্রকে কোনো তথ্য দেয়নি রাজ্য সরকার। কতজন রোগী রয়েছেন, তাও জানানো হয়নি।’ এই মন্তব্য করে তিনি জানিয়েছেন, রাজ্যের উচিত এই বিষয়ে কেন্দ্রকে জানানো। এমনকি অবিলম্বে যাতে কেন্দ্রকে এই বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হয় তার আর্জিও রাখেন তিনি।

- Advertisement -

এর পাল্টা প্রতিক্রিয়া দিয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্রেফ জানিয়েছেন ডেঙ্গুর তথ্য কেন্দ্রকে জানানোর ক্ষেত্রে রাজ্যের কোনো বাধ্যবাধকতা নেই। তিনি জানিয়েছেন, ‘রাজ্য সরকার যথেষ্ট দায়িত্বশীল’। এই মর্মে কেন্দ্রকে এই তথ্য জানানোর কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি। রাজ্য সরকার কোনও ত্রুটি না রেখে যে ডেঙ্গু নিয়ে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তা উল্লেখ করেছেন শোভনদেব। কিন্তু মানুষের সচেতন হওয়া জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।