
কলকাতা: হাইকোর্টের নির্দেশে শুক্রবার ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে প্রাথমিক মধ্য শিক্ষা পর্ষদ। তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে নতুন বিতর্ক। এর উত্তরে এদিন সাংবাদিক বৈঠকে কি বলেন পর্ষদ সভাপতি গৌতম পাল।
আরও পড়ুন: Dengue: হাসপাতাল থেকে বাড়ি ফিরে শারীরিক জটিলতা, শহরে ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু
২০১৪ চাকরিপ্রার্থীদের প্রকাশিত সংরক্ষিত তালিকায় রোল নম্বর থাকলেও অনেকের নাম প্রকাশ করা হয়নি। আবার অনেক জায়গায় টেট পাশের নম্বর থাকলেও পরীক্ষার্থীর নাম নেই। এ নিয়েই পর্ষদ সভাপতি বলেন, ‘স্বচ্ছতা রাখতে তালিকার বেশ কিছু স্থান ফাঁকা রাখা হয়েছে। তথ্য যাচাই করে তারপর দেওয়া হবে।’ গৌতম পাল আরও বলেন, ‘১১ হাজার ৭৬৫ শূন্যপদে নিয়োগ হবে। ১৩ টি মামলায় ৯১ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে তাঁদের ইন্টারভিউ হবে। ২০১৪ সালের যারা চাকরি পাননি তাঁদের থেকে মেধা যাচাই করে ৩ হাজার ৯২৯ শূন্যপদে নিয়োগ করা হবে। বাকি থাকা ৭ হাজার ৭৩৮ শূন্যপদে অন্যান্য চাকরিপ্রার্থীরা নিয়োগ পাবে।’
আরও পড়ুন: Jacqueline Fernandez: ২০০ কোটি প্রতারণা মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ল অভিনেত্রীর
প্রসঙ্গত, ২০১৪ সালে টেট পাশ করা ১ লক্ষ ২৪ হাজার ৯৫২ জনের নাম ও সংরক্ষিত তালিকায় ৮২ পাওয়া প্রার্থীদের তালিকায় ৭ হাজার ৬৬৫ জনের নাম এদিন প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের আন্দোলনে রণক্ষেত্র হয়ে ওঠে এক্সাইড মোড়। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের বাইরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। পুলিশ বিক্ষোভ থামাতে এসে প্রিজন ভ্যানের তলায় শুয়ে পড়েন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, ২০১৪ সালে টেট পাশ করেছেন। কিন্তু ৮ বছর কেটে গেলেও এখনও নিয়োগ হয়নি। এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন আগামী ৪০ দিন গান্ধীমূর্তির নীচে ধর্নায় বসতে পারবেন চাকরিপ্রার্থীরা।