বেসরকারি ব্যাঙ্কের নামে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার, সাইবার প্রতারণার শিকার পুলিশ আধিকারিকের আত্মীয়

0
26
two arrested for cyber fraud

কলকাতাঃ সাইবার প্রতারণা (cyber fraud) শিকার কলকাতা পুলিশের এসিপি র‍্যাঙ্কের অফিসারের এক আত্মীয়। বন্ধন ব্যাঙ্কে চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা। রানাঘাট থেকে গ্রেফতার দুই মূল অভিযুক্ত। অভিযুক্তদের গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

 আরও পড়ুন :মুখ্যমন্ত্রীর পাড়াতেই সভা তৃণমূল কর্মচারী ফেডারেশনের, পাল্টা চ্যালেঞ্জ? উঠছে প্রশ্ন

- Advertisement -

পুলিশ সূত্রে খবর, চলতি মাসে বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে। সেখানে বলা হয় কিছুদিন আগে কলকাতা পুলিশের এক এসিপি র‍্যাঙ্কের অফিসার বন্ধন ব্যাঙ্কে একটি অভিযোগ জমা করেন। সেই অভিযোগ অনুযায়ী তাঁর এক আত্মীয় বন্ধন ব্যাঙ্কে চাকরির পাওয়ার নামে প্রতারিত হয়েছেন।  অভিযোগ অনুযায়ী,  প্রতারিত ব্যক্তি একটি ওয়েবসাইট মারফত বন্ধন ব্যাঙ্কে ভ্যাকেন্সির কথা জানতে পারেন। সেখানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন। অভিযোগ প্রতারিত ব্যক্তিকে বন্ধন ব্যাঙ্কে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয় ফোনের অপর প্রান্ত থেকে।

আরও পড়ুন :মেট্রো লাইনে কাজ চলাকালীন দুর্ঘটনা, ওপর থেকে পড়ে গুরুতর আহত শ্রমিক

অবশ্য তাকে ফী বাবদ ১ লক্ষ ২২ হাজার টাকা জমা করতেও বলা হয়। সেই টাকা জমা করার পর অভিযোগ তাঁর কাছে বন্ধন ব্যাঙ্কের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে। সন্দেহ হওয়ায় তিনি বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন যে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ভুয়ো (cyber fraud)। বন্ধন ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপরই শুক্রবার বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ হানা দেয় রানাঘাট এলাকায়। সেখান থেকে এই চক্রের মূল অভিযুক্ত হৃষভ বাছার এবং নিলয় দে কে গ্রেফতার করে । তাদের কাছ থেকে মোট ১১ টি মোবাইল ফোন, ৬টি ব্যাঙ্কের এটিএম কার্ড, পাস বই, দুটি সিমকার্ড একটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর,  এই প্রতারণা চক্রটি একটি ফেক ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করত। এরপরেই তারা একটি ভুয়ো মেইল আইডি মারফত সেই চাকরিপ্রার্থীদের মেইল করতো। বেশ কিছু চাকরিপ্রার্থীদের ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত দেওয়া হতো।