মুখ্যমন্ত্রীর পাড়াতেই সভা তৃণমূল কর্মচারী ফেডারেশনের, পাল্টা চ্যালেঞ্জ? উঠছে প্রশ্ন

0
65
tmc

খাসডেস্কঃ মুখ্যমন্ত্রীর (mamata banerjee) পাড়া ভবানীপুরের অন্তর্গত হাজরা মোড়ে তৃণমূলের (tmc) কর্মচারী ফেডারেশনের সভা। সভায় হাজির থাকবেন রাজ্যের ছয় মন্ত্রী-সহ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আগামী শনিবার, ৩ জুন হাজরা মোড়ে সভাটি হবে।

আরও পড়ুনঃমেট্রো লাইনে কাজ চলাকালীন দুর্ঘটনা, ওপর থেকে পড়ে গুরুতর আহত শ্রমিক

- Advertisement -

বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা যে ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বসবাসের এলাকাকে তাঁদের আন্দোলন, সভা, মিছিলের ‘লক্ষ্য’ হিসাবে বেছে নিয়েছেন, শাসকদলের অনুগামী কর্মচারীদের সভা তারই ‘পাল্টা’ বলে তৃণমূল সূত্রের খবর। সাধারণত শাসকদলের অনুগামী সরকারি কর্মচারী ফেডারেশন প্রকাশ্যে এমন সভা করে না। কিন্তু এ ক্ষেত্রে বিরোধী সংগঠনগুলিকে ‘জবাব’ দেওয়ার দায় রয়েছে তাদের। গত কয়েক মাস যাবৎ বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে বিভিন্ন সরকারি কর্মচারী ইউনিয়ন রাজ্য সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন করে চলেছে।

আরও পড়ুনঃচেক দিলেন, মাথা নত করে ক্ষমা চাইলেন, স্বীকার করলেন প্রশাসনিক ব্যর্থতা, ভোটের আগে এ যেন অন্য মমতা

তবে নিজেদের এই কর্মসূচিকে ‘পাল্টা’ কর্মসূচি বলতে নারাজ তৃণমূল (tmc) কর্মচারী ফেডারেশন। সংগঠনের নেতা প্রতাপ নায়েক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ বলেছেন, ‘‘আমরা কোনও বিরোধী সংগঠনের পাল্টা সভা করে জবাব দিচ্ছি না। রাজ্য সরকারি কর্মচারীরা যে এখনও সরকারের পাশে রয়েছেন, সেই বার্তা তুলে ধরতেই আমরা এই সভার আয়োজন করছি।’’ তবে তৃণমূল পরিচালিত কর্মচারী ফেডারেশনের নেতা যা-ই বলুন, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে এই সভা নিয়ে সরকারি কর্মচারী মহলে গুঞ্জন শুরু হয়েছে।