মেট্রো লাইনে কাজ চলাকালীন দুর্ঘটনা, ওপর থেকে পড়ে গুরুতর আহত শ্রমিক

0
50
metro work

কলকাতাঃ নির্মীয়মান মেট্রো (metro) লাইনে কাজ চলাকালীন দুর্ঘটনা। ওপর থেকে পড়ে আহত শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হল আর জি কর হাসপাতালে।

আরও পড়ুন :চেক দিলেন, মাথা নত করে ক্ষমা চাইলেন, স্বীকার করলেন প্রশাসনিক ব্যর্থতা, ভোটের আগে এ যেন অন্য মমতা

- Advertisement -

শনিবার সকালে এয়ারপোর্ট মেট্রো লাইনে কাজ চলছিল। থেকে এয়ারপোর্ট মেট্রো লাইনে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। প্রত্যক্ষদর্শীদের কথায়,  দমদম ক্যান্টোরমেন্ট স্টেশনের কাছে কাজ করার সময় হঠাৎ করেই উপর থেকে পড়ে যান এক শ্রমিক। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আরও পড়ুন :দীর্ঘদিনের দাবি পূরণ, নকশালবাড়ি ছুঁল কাঞ্চনকন্যা

মেট্রো (metro) কাজ চলাকালীন তবে উপর থেকে কী ভাবে পড়লেন তিনি? তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কোন শ্রমিকের সুরক্ষা বিধি মানা হয় না। নেই হেলমেট, নেই বেল্টের ব্যবস্থা। মেট্রোর কাজ চলাকালীন উপর থেকে অনেক সময় পড়ে রড ও বোর্ড। এইজন্য তাঁরা আতঙ্কে থাকেন। অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি কেন শ্রমিকদের সুরক্ষার দিকটি দেখা হয় না? এই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।