কবিগুরুর ঠাকুর বাড়িতে তৃণমূলের অফিস, বদলে গেল দেওয়ালের রঙও

0
129

কলকাতা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে। হেরিটেজ তকমা প্রাপ্ত জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতার বুকে এক ঐতিহ্য। এবার সেই বাড়িও কিনা এবার রাজনৈতিক সংস্পর্শে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একাংশ জুড়েই ছিল তৃণমূলের অফিস। নিন্দুক ও বিরোধীরা কটাক্ষ করে বলছে, ‘রবি ঠাকুরকেও ছাড়ল না রাজ্যের শাসক দল’। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ঠাকুরবাড়ির সামনে একাধিক হোর্ডিং খোলা হয়েছে।

 

- Advertisement -

একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এমনটাই নির্দেশ দিয়েছিল। তবে হোর্ডিং সরলেও এখনও নাকি তৃণমূলের নেতা-কর্মীরা ঠাকুরবাড়িতে যাওয়া আসা করেন। জনস্বার্থ মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, হেরিটেজ বিল্ডিং থেকে অবিলম্বে সেই অফিস সরাতে হবে। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ছিল ‘তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি’র নামে যে অফিস। ঠাকুরবাড়ির রঙ লাল, যদিও যেখানে তৃণমূলের অফিস সেই অংশে রং বদলে হলুদ করা হয়েছে।

 

আরও পড়ুন: Ola-Uber -র থেকে কম খরচে যাত্রা, বাম শ্রমিক সংগঠন CITU -র নয়া উদ্যোগ

অনুমতি ছাড়া হেরিটেজ তকমা প্রাপ্ত এই বাড়ির রং কীভাবে বদলে দেওয়া সম্ভব, সেই নিয়ে জোর তর্জা চলছে। কেন হঠাৎ এই বাড়িতেই অফিস তৈরি করল তৃণমূল। বর্তমানে জোড়াসাঁকোর কিছু অংশ জুড়ে রয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অফিসের ঘরে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ছবি। তাদের দুজনের মাঝে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এই বিষয়ে ‘তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি’র সভাপতি সুবোধ দত্ত চৌধুরী বলেছেন, “আমরা কোনও ঘর দখল করিনি। আগে এই ঘর ইউনিয়ন রুম হিসেবে ব্যবহৃত হত।”