Ola-Uber -র থেকে কম খরচে যাত্রা, বাম শ্রমিক সংগঠন CITU -র নয়া উদ্যোগ

0
220

কলকাতা: রাজ্যের গত বেশ কয়েকটি নির্বাচনে বিজেপিকে প্রায় ঠেলে সরিয়ে প্রধান বিরোধী দল হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বামেরা। দলে একাধিক প্রবীণ নেতৃত্ব থাকায় অনেকেই সিপিএমকে ‘বুড়ো’ বলে কটাক্ষ করে। যদিও এই ‘বুড়ো’ -দের দলই যুগের সঙ্গে তাল মিলিয়ে একাধিক নয়া উদ্যোগ আনছে। এবার বাম শ্রমিক সংগঠন CITU নিয়ে এসেছে West Bengal Luxury App Cab Unit. শুধু একটা ফোন করলেই হাজির হয়ে যাবে গাড়ি। ঠিক যেমনটা ওলা-উবের বা অন্যান্য অ্যাপ ক্যাবে হয়ে থাকে।

কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে চালু হয়ে গিয়েছে এই পরিষেবা। দিন সাতেক আগেই চালু হয়েছে এই পরিষেবা। সুবিধা হল অন্যান্য অ্যাপ ক্যাবের থেকে অনেক কম টাকায় আপনি নিরাপদে যাত্রা করতে পারবেন। ফোন করলেই তারা কিছুক্ষণ পর আপনাকে গাড়ির নম্বর জানিয়ে দেবে। চিরকালীন পুঁজিবাদী মনোভাবকে ধ্বংস করতে চাওয়া বামেদের এই উদ্যোগ নেওয়ার পিছনে রয়েছে বিশেষ কারণ। ওলা-উবের অ্যাপগুলি চালকের থেকে কমিশন কাটে। সিটুর এই পরিষেবাই তেমনটা হবে না, ওলা-উবেরের মতো কোনও মধ্যস্থতাভোগীরা থাকবে না।

- Advertisement -

আরও পড়ুন: নির্বাচনের আগেই বড় ধাক্কা, কংগ্রেস ছাড়লেন গুজরাটের ১০ বারের বিধায়ক

যথাসময়ে গাড়ির চালক ফোন করে আপনার সঙ্গে যোগাযোগও করে নেবেন। ফেসবুক পোস্টে এক যাত্রী অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে লিখেছেন, “আজ মা’কে নিয়ে একটা জরুরি কাজে টালিগঞ্জ ফাঁড়ি, সুইস পার্ক হয়ে যেতে হবে সেন্ট্রাল এভিনিউ। OLA-তে দেখলাম, চার ঘণ্টার জন্য দেখালো ২১০০ টাকা। হঠাৎ সিটুর এই অ্যাপটার কথা মনে এল। ফোন নম্বর দেখে, ফোন করলাম, উত্তরে বললেন ১২০০ টাকা লাগবে। চালক বললেন তেরো মিনিটের মধ্যে আসছি…। ঘড়ি ধরে বারো মিনিটের মাথায় গাড়ি এসে হাজির। গাড়িতে বসা মাত্র গাড়ির চালক বললেন, লাল সালাম কমরেড।”