TMC: শাসকের গোষ্ঠী কোন্দলে বাসন্তীতে রক্তাক্ত হল তৃণমূলের রক্তদান শিবির

0
55

বাসন্তী: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের উঁচু থেকে নিচু তলার সকল কর্মীকেই দ্বন্দ ভুলে একসঙ্গে কাজ করার কথা বারবার বলেছেন। কিন্তু সেই বার্তাই যে সার সেই প্রমাণ মিলল ফের একবার। শাসকের গোষ্ঠী কোন্দলে বাসন্তীতে রক্তাক্ত হল তৃণমূলের রক্তদান শিবির। বাসন্তীতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ বাধে তারপর সেই ঘটনা পৌঁছয় হাতাহাতিতে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কাঠালবেরিয়া এলাকায়। দীর্ঘদিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বাসন্তীতে অশান্তি রয়েছে। শুধু অশান্তি নয় এলাকায় বহুবার হয়েছে বোমাবাজি। এমনকি বোমাবাজির ঘটনায় ঘটেছে মৃত্যুও। সমস্যা সমাধানে তাই দলের নেতৃত্বের নির্দেশে তৃণমূলের দুই গোষ্ঠীকে একত্রিত করে ঐক্যের বার্তা দিতে উদ্যোগী হয় জেলা তৃণমূল নেতৃত্ব। সেই উপলক্ষেই বৃহস্পতিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কিন্তু শান্তির বদলে ঝড়ল রক্ত। রক্তদানের বদলে মানুষের রক্তই ঝড়ল।

- Advertisement -

জানা গিয়েছে দুই গোষ্ঠী একে অপরের দিকে বাঁশ নিয়ে হামলা চালায়। রক্তদানের অনুষ্ঠান মঞ্চে চলে চেয়ার ছোড়াছুড়ি। সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় এলাকায়। রক্তদান শিবিরের মঞ্চে উপস্থিত ছিলেন বাসন্তীর বিবদমান দুই গোষ্ঠী রাজা গাজি ও আমানুল্লাহ লস্কর সহ অন্যান্য নেতৃত্বরা। মঞ্চ থেকে নেতৃত্বের ঐক্যের বার্তার মধ্যেই দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় বাসন্তী থানার পুলিশ। পুলিশ গিয়েই পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনার পরেই মঞ্চ থেকে শীর্ষ নেতৃত্বরা কড়া বার্তা দিয়ে জানিয়েছে যে যারা বাসন্তীতে অশান্তি করবে তাঁদের বিরুদ্ধে দলগতভাবে এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।