Tathagata Roy Slams BJP: ‘ধীরে ধীরে নিশ্চিহ্ন হবার পথে এগিয়ে যাচ্ছে’, ফের বিস্ফোরক টুইট তথাগত রায়ের

0
55

কলকাতা: বাংলায় কের পর এক নির্বাচন আসছে আর ঘুরে দাড়ানোর বদলে আরও তলিয়ে জাচ্ছে বঙ্গ বিজেপি। প্রথমে বিধানসভা নির্বাচন তারপর উপ নির্বাচন ও সদ্য শেষ হওয়া পুর নির্বাচনে হার হয়েছে গেরুয়া শিবিররে। পর পর এই হার নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করে টুইট করেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। ফের আবার বিস্ফোরক টুইট করেছেন তথাগত রায়।

পুর ভোটের ফল প্রকাশের পর বিজেপির তৃতীয় স্থানে থাকা নিয়েও ক্ষোভ উগড়ে টুইট ঝড় তুলেছিলেন তথাগত রায়। ফল প্রকাশের পর পেরিয়েছে দু দিন কিন্তু বিজেপিকে খোঁচা দিয়ে টুইট থামেনি। বৃহস্পতিবার ফের বিস্ফোরক টুইট করে বিজেপি নেতা লিখেছেন, “আমার ভেঙে পড়ার কিছু নেই, কারণ আমার পাওয়ার কিছু নেই। জানি তৃণমূল চুরমার হয়ে যাবে, কারণ একনেতা নির্ভর নীতিহীন পার্টি বেশিদিন টেকে না। শুধু চোখের সামনে বিজেপি নিজের পায়ে কুড়ুল মারল এবং ধীরে ধীরে নিশ্চিহ্ন হবার পথে এগিয়ে যাচ্ছে দেখে খারাপ লাগে, এই যা।”

- Advertisement -

পুর নির্বাচনের ফল প্রকাশের পরেই ২২ ডিসেম্বর বিজেপিকে নিশানা করে টুইটে তথাগত রায় লিখেছিলেন, “প্রতীক্ষা শেষ। আশঙ্কা সত্য হল।” এর পরেই করেছেন একের পর বিস্ফোরক টুইট। লিখেছিলেন, “প্রকাশ্যে বিজেপির সম্বন্ধে মন্তব্যে কেউ কেউ দুঃখ পাচ্ছেন। আমি নিজেই তো পাচ্ছি ! কিন্তু উপায় নেই | যা বলার ছিল গোপনে বহুবার বলা হয়েছে। কোনো লাভ হয় নি। আমার বয়স হল বা কি হল, বেঁচে আছি কি মরে গেছি, তাতে কারুর কিছু আসে যায় না। বাঙালি হিন্দুর যে সর্বনাশ হতে চলেছে সেটাই বিবেচ্য।”

আক্রমণ শানিয়েছেন তথাগত রায় আরও লিখেছিলেন, “শতাংশের হিসেবে তৃতীয় স্থানে নেমে যাওয়া কোনো নতুন ঘটনা নয়। বিধানসভা নির্বাচনে যে বিপর্যয় হয়েছিল এটা তারই প্রসারণ। যদি দল তার পরে আত্মানুসন্ধান করত এবং যে অসৎ-লম্পট চক্র এর জন্য দায়ী তাকে নির্মমভাবে অপসারণ করত তাহলে কর্মীরা উজ্জীবিত হত, পুরসভার ফল এর চেয়ে।”