রাতের আঁধারে তেনারা এসেছিলেন, আতঙ্কে তটস্থ সল্টলেক

0
166

কলকাতা: বাইরে থেকে তালাবন্ধ৷ বাইরে থেকে দেখলে বোঝা দায়, যে রাতের আঁধারে তেনারা এসেছিলেন! কিন্তু চাবি ঘুরিয়ে তালা খুলে ঘরে ঢুকতেই আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়! মোবাইল, আই প্যাড, কম্পিউটার মনিটর সহ লক্ষাধিক টাকার জিনিস উবে গিয়েছে৷ লকারটাও ভাঙা!

আরও পড়ুন: লকডাউনে কাজ খোয়ানো আত্মহননকারীকে মৃত্যুর চৌকাঠ থেকে ফিরিয়ে আনল কলকাতা পুলিশ

- Advertisement -

গত ২১ জুন ভোর রাতে সল্টলেকের সিজি ব্লকের পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এর দুদিন আগে সল্টলেক সিজি ব্লকের আরও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ফলে সল্টলেকে ফিরল আবার ছিঁচকে চোরের আতঙ্ক। স্বভাবতই আতঙ্কে বিধাননগরবাসী। পুলিশ সূত্রে জানা গিয়েছে,সোমবার ভোর রাতে সিজি ব্লকের ২৪০, ২৪১ ও ২৪৩ নম্বর বাড়িতে চুরির ঘটনা।

আরও পড়ুন: দেশে আসছে আরও এক টিকা, শুধুমাত্র সবুজ সঙ্কেত পাওয়ায় অপেক্ষা

প্রতিটি ক্ষেত্রেই জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দুষ্কৃতীরা। এর পরই ঘরের ভিতরে থাকা মোবাইল, আই প্যাড, কম্পিউটার মনিটর সহ লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গত ১৮ তারিখ একই ভাবে সিজি ব্লকের ১০৬ নম্বর বাড়িতেও ভোর রাতে হানা দেয় চোর। সেই বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

একই রাতে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা এবং সপ্তাহের প্রায় প্রত্যেক দিন ঘটে চলা চুরির ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে সল্টলেক বাসীদের মধ্যে। টানা লকডাউনের জেরেই ছিঁচকে চোরের উৎপাত বাড়ছে বলে একাংশ বাসিন্দার অভিমত৷ অপর অংশের মতে, পরিস্থিতির জন্য দায়ী পুলিশ৷ পুলিশের নিস্ক্রিয়তাতেই বাড়ছে চোরের উপদ্রব৷ পুলিশ অবশ্য জানিয়েছে, এমন অভিযোগ ঠিক নয়৷ বাসিন্দাদের সুরক্ষার জন্য পুলিশ সদা তৎপর৷