এসএসসি অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, মামলা থেকে সরে দাঁড়ালেন দুই বিচারপতি

0
143
SSC

কলকাতা: সিবিআই হাজিরা নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বস্তুত মামলায় আবেদনের পদ্ধতিগত ত্রুটি থাকায় বুধবার সেই মামলাটি গ্রহণই করেননি ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। এবার এসএসসি ভবনের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মামলা থেকেই সরে দাঁড়ালেন ওই দুই বিচারপতি। আদালত সূত্রের খবর, সম্পূর্ণ ব্যক্তিগত কারণ দেখিয়ে এই দুই বিচারপতি ওই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন৷ আচমকা কেন এমন গুরুত্বপূর্ণ মামলা থেকে দুই বিচারপতি সরে দাঁড়ালেন তা নিয়ে অবশ্য আদালতে আইনজীবীদের মধ্যে শুরু হয়েছে চর্চ্চা৷

বস্তুত, শিক্ষাঙ্গনে নিয়োগ কেলেঙ্কারিকে ঘিরে সরগরম বাংলা৷ সিবিআইয়ের হাজিরার মুখে দলের জোড়া মন্ত্রী৷ এহেন আবহে বুধবার সন্ধ্যেয় আচমকা এসএসসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা সিদ্ধার্থ মুখোপাধ্যায়৷ চার মাস আগেই দায়িত্ব নিয়েছিলেন তিনি৷ তাঁর পদত্যাগের পরই দফতরের নথি ‘হাত বদলে’র জল্পনা সামনে আসে৷ যার জেরে নজিরবিহীনভাবে রাতেই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বসে মামলা৷ গভীর রাতেই এসএসি ভবনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ জারি করেন বিচারপতি৷ এমনকি এজলাস থেকেই তিনি ফোনে জেনে নেন, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে কি না৷

- Advertisement -

ওই ঘটনায় অর্থাৎ এসএসসি ভবনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলা করেছিল রাজ্য৷ এরপরই সেই মামলা থেকে সরে দাঁড়ান দুই বিচারপতি৷ যা নিয়ে বাড়ছে জল্পনা৷ যদিও আদালত সূত্রের খবর, ‘ব্যক্তিগত’ কারণেই সংশ্লিষ্ট দুটি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন দুই বিচারপতি৷

আরও পড়ুন: কাজ করতে গেলে ভুল হয়, তাই সুযোগ দেওয়া উচিত: Mamata Banerjee