পার্থ-পরেশকে দল থেকে বহিষ্কারের পরামর্শ লকেটের

0
132

কলকাতা: ফের রাজ্য সরকারকে এক হাতে নিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ বুধবার পার্থ চট্টেপাধ্যায়কে সিবিআই জেরা করে৷ সেই সঙ্গে পরেশ অধিকারীকে তলব করেছিল৷ কিন্তু তিনি ট্রেন থেকে নামার আগেই উধাও হয়ে গিয়েছেন৷ এই দুই প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে বলেন, ‘‘তাঁর লজ্জা হওয়া উচিত৷’’ সেই সঙ্গে তাঁকে এই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করার পরামর্শ দেন তিনি৷

বুধবার সন্ধ্যায় এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জেরা করে৷ পার্থবাবুকে জেরা করার জন্য মোট চারপাতার প্রশ্ন পত্র তৈরি করে রেখেছিলেন গোয়েন্দারা৷ মোট তিনটি ধাপে প্রশ্নপত্র তৈরি করেছিলেন তদন্তকারীরা৷ সেই প্রসঙ্গে লকেট বলেন, ‘‘এক এক করে বড় বড় রাঘব বোয়ালেরা ধরা পড়ছে৷ যারা বড় বড় কথা বলত আজ তাঁরাই স্ক্যামে যুক্ত৷ এসএসসি-র দুর্নীতি হল নারদ ও সারদার পর ফের বড় কেলেঙ্কারি৷ শিক্ষা নিয়ে এই ধরণের তছরূপ মেনে নেওয়া যায় না৷ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই ডাকছে৷ তাঁকে জেলে যেতে হতে পারে৷ সবটাই মানুষ দেখুক৷ কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষা ব্যবস্থা সেটা দেখেই সাধারণ মানুষ বিচার করুক৷’’

- Advertisement -

অন্যদিকে, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসে৷ অভিযোগ, পরেশ অধিকারী তৃণমূলে যোগ দিতেই SSC-র তালিকায় তাঁর মেয়ের নাম উঠে যায়৷ এই নিয়ে বুধবারই সিবিআই তলব করেছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে৷ তাই মঙ্গলবার রাতে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য পদাতিক এক্সপ্রেসে উঠেছিলেন৷ কিন্তু বুধবার সকালে শিয়ালদহ স্টেশনে ট্রেন পৌঁছানোর আগেই উধাও হয়ে যান পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী৷ এরপরই নানা প্রশ্ন উঠতে শুরু করে৷

পরেশ অধিকারী প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘তিনি বাঁচার জন্য লুকিয়ে বেড়াচ্ছেন৷ চাকরির নাম করে মানুষের কোটি কোটি টাকা নিয়েছেন৷ অথচ তাঁদের চাকরির ব্যবস্থা করেননি তিনি৷ তার বদলে নিজের মেয়েকে চাকরির ব্যবস্থা করেছেন৷ স্বাভাবিকভাবে এই ঘটনা কেন মেনে নেবেন সাধারণ মানুষ৷’’