কোনও অস্তিত্ব নেই, রাজ্যপাল আসলে কেন্দ্রের এজেন্ট: মহম্মদ সেলিম

0
33
CPIM

খাস প্রতিবেদন: রাজভবন বনাম নবান্নের সাম্প্রতিক নিউজ আপডেট নিয়ে এবার মুখ খুললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ সেই প্রসঙ্গে এক হাত নিলেন মিডিয়ার৷ বললেন, ‘‘রাজ্যের নিয়োগে দুর্নীতির জেরে বাড়ছে বেকারত্বের ঘটনা৷ ফসলের দাম পাচ্ছেন না চাষিরা৷ আলুচাষিরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে৷ এগুলো রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিষয় নই! অথচ সে সব ছেড়ে দিয়ে মিডিয়া ব্যস্ত রাজভবন ও নবান্নের তামাশা নিয়ে!’’

খানিক থেমে সেলিমের দাবি, ‘‘রাজভবন ও নবান্নের কোনও তফাৎ নেই৷ সবটাই নাটক৷’’ প্রশ্ন তুলেছেন, ‘‘কে এই রাজ্যপাল?’’ খানিক থেমে জবাবও দিয়েছেন সেলিম৷ ‘‘সাংবিধানিক পদের দোহাই দেওয়া হলেও রাজ্যপাল আদতে তো কেন্দ্রের এজেন্ট! উনি এখানে এসে কি কাজ করছেন? কখনও মমতার এজেন্ট, তো কখনও মোদীর এজেন্ট৷ রাজ্যপালের আলাদা কোনও অস্তিত্ব আছে! নেই!’’

- Advertisement -

md salim

মঙ্গলবার সন্ধেয় সিটুর কাঁচড়াপাড়া পৌরাঞ্চলের উদ্যোগে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ এন্ড রিসার্চ ভবন নির্মাণ কল্পে ‘অর্থ প্রদান’ কর্মসূচিতে এসেছিলেন সেলিম৷ সেখানেই রাজভবন বনাম নবান্নের প্রসঙ্গ টেনে মিডিয়াকে একহাত নেন সেলিম৷ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ‘‘তৃণমূল ক্ষমতার আসার পর নিয়োগে দুর্নীতি হয়েছে। তাই আমরা বলব,তৃণমূলের যত চোর, জোচ্চর, ছ্যাঁচড় নেতা আছে তাদের গাড়ি বাড়ি তো বটেই জামা কাপড়ও খুলে নিলাম করতে হবে৷ সেই নিলামের টাকা তুলে দিতে হবে বঞ্চিত গরিব মানুষের হাতে৷’’ একই সঙ্গে মিডিয়ার উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ‘‘রাজভবন ও নবান্নের মধ্যে কোনও তফাৎ নেই। তোমরা প্লিজ, এসব গল্পে যেও না৷’’

আরও পড়ুন: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম