বাঙালি মেনুতে শাহি অ্যাপায়ন, এক টেবিলে আড্ডায় সৌরভ ও বিজেপি নেতৃত্বরা

0
164

কলকাতা: বৃহস্পতিবারই বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক ব্যস্ত কর্মসূচির ফাঁকে এদিন রাতে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে নৈশভোজে এলেন শাহ। শাহি অ্যাপায়নে নৈশভোজে এলাহি আয়োজন মহারাজের বাড়িতে। অমিত শাহের পছন্দের নিরামিষ পদই ছিল মেনুতে। সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রায় ১০-১১ রকম পদ ছিল। অমিত শাহের মেনু ছিল- ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা , ডাল মাখানি , আলুর দম, ভেজিটেবল কাটলেট, পনির।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা বলেছিলে সেই কথা অনুযায়ী শেষ পাতে মিষ্টি দই, রসগোল্লাও ছিল। কাজু বরফি দিয়ে মিষ্টি মুখ সারেন। এদিন ভিক্টোরিয়ায় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানের পর ৭:৫৭ মিনিট নাগাদ সৌরভের বাড়িতে আসেন শাহ। দরজায় ফুলের তোড়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানালেন মহারাজ। সঙ্গে ছিলেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। অমিত শাহের সঙ্গে ছিলেন অমিত মালব্য, শুভেন্দু অধিকারী, স্বপন দাসগুপ্ত, সুকান্ত মজুমদারও।

- Advertisement -

আরও পড়ুন: SRH vs DC : ধোনিকে পিছনে ফেলে দিলেন ওয়ার্নার

বিশেষ ভাজাভাজি পছন্দ করেন না অমিত শাহ, তাই তেল-ঝাল-মশলার খাবার মেনুতে থাকবে না তা জানাই ছিল। এক টেবিলে বসেই নৈশভোজ সারলেন সৌরভ ও অমিত শাহ। সব মিলিয়ে আড্ডার মেজাজে ছিলেন সকলেই। এদিকে শাহ-সৌরভ সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। যদিও জল্পনা উড়িয়ে সৌরভ বলছিলেন, “এটা সৌজন্য সাক্ষাৎ। জয় শাহ আমার সঙ্গে কাজ করে। তার বাবা আমার বাড়িতে আসছেন।”