ইউক্রেন থেকে বঙ্গবাসীদের ফেরানোর প্রস্তুতি শুরু নবান্নের, জানালেন মুখ্যমন্ত্রী

0
39

কলকাতা: ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের প্রভাব পড়েছে ভারত তথা বাংলাতেও। বহু বাঙালি পড়ুয়া এখনও ওই দেশে আটকে রয়েছে। তাদের ফিরিয়ে আনতে হেল্পলাইন নম্বর চালু করেছে নবান্ন। এবার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। এ বিষয়ে টুইট করেছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: আজ রাতের খাস ১০: 26/02/2022

- Advertisement -

শনিবার মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, ইউক্রেনে আটকে সকলকে রাজ্যে ফেরাতে নবান্নে কন্ট্রোল‌রুম খোলা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যের ১৯৯ জনের তথ্য বিদেশ‌ মন্ত্রকে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার নিয়মিত কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে।

আটকে পড়া পড়ুয়াদের মধ্যে কয়েকজন শীঘ্রই মুম্বই এবং দিল্লিতে চলে আসবে। পশ্চিমবঙ্গ সরকার বিনামূল্যে বিমানের টিকিটের পাশাপাশি সকলে যাতে সুরক্ষিত ভাবে নিজেদের বাড়ি পৌঁছাতে পারে।‌ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ‘পয়সা খায় বিল্ডিং ডিপার্টমেন্ট ও পুলিশ, দোষ হয় কাউন্সিলরের’: Firhad Hakim

রাজ্যে ফিরে যাতে কোনও সমস্যা না হয় তাই আগে থেকেই দম দম বিমানবন্দরে একটি বিশেষ দল মোতায়েন করা হয়েছে যারা বিমানবন্দরে উপস্থিত থেকে যাবতীয় কর্তব্য পালন করবেন।

গত বৃহস্পতিবার ভোরে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মূহুর্তে বিধ্বংসী রূপ নেয় ইউক্রেন। পশ্চিমবঙ্গের বহু পড়ুয়া সেখানে আটকে পড়ে এবং দেশে নিজের বাড়ি ফেরার জন্য সরকারের কাছে আবেদন জানায়। নবান্নের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়। এবার প্রস্তুতিও শুরু করে দিল রাজ্য সরকার।