‘নিখোঁজ’ মন্ত্রীকে দুপুরের মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ আদালতের

0
51
Paresh Adhikari was instructed to appear CBI office by afernoon

কলকাতা: শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরি পাওয়ার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। বিরোধীরা কটাক্ষ করছে ‘নিখোঁজ’ পরেশ অধিকারী। এসএসসি দুর্নীতি মামলায় মেয়ে অঙ্কিতা অধিকারীকে অবৈধ ভাবে শিক্ষিকার চাকরি দেওয়ার অভিযোগ। বৃহস্পতিবার বিকেল ৩ টের মধ্যে ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে পরেশ অধিকারীকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার রাত ৮ টার মধ্যে সিবিআই হাজিরার কথা ছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। সময় পেরিয়ে গেলেও নিজাম প্যালেসে যাননি পরেশ। এবার আদালত অবমাননার নোটিস জারি হতে পারে জানা গিয়েছে।

মঙ্গলবার মেয়েকে সঙ্গে নিয়ে কলকাতার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন তিনি। বুধবার সকালে খবর পাওয়া যায়, মঙ্গলবার রাতে পদাতিক এক্সপ্রেসে ওঠা পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে ভোর সাড়ে চারটে নাগাদ বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নামেন। এরপর মন্ত্রী ও তার মেয়ের কোনও খোঁজ পাওয়া যায়নি। জল্পনা চলছে, বর্ধমানে নেমে সড়ক পথে বেরিয়ে গিয়েছেন তারা।

- Advertisement -

আরও পড়ুন: চাকরি পেলেন মন্ত্রীর মেয়ে, যোগ্য হয়েও আজও ভোগান্তিতে ববিতা

বুধবার সন্ধ্যায় নিজাম প্যালেসে গিয়ে সিবিআই আধিকারিকদের কাছে এই বিষয়ে সরকারি ভাবে জানতে চান মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম।মেয়ে অঙ্কিতা অধিকারীর সঙ্গে কলকাতায় আসার পর সিবিআই হাজিরায় স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। সিবিআই আধিকারিকদের ডাকে সাড়া না দেওয়ায় তাঁর বিপদ আরও বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার নতুন মামলা দায়ের হতে পারে বলে জানা যাচ্ছে।