শিয়ালদা বা হাওড়া নয়, বাংলার এই তিনটি রেল স্টেশন হবে বিশ্বমানের

0
111

খাস খবর ডেস্ক: শিয়ালদা বা হাওড়া স্টেশন নয়। এবার বাংলার এই তিনটি রেলস্টেশন বিশ্বমানের পর্যায়ে উন্নীত করার পরিকল্পনায় সবুজ সঙ্কেত দিল রেল। তিনটি স্টেশন হল কলকাতা, ব্যান্ডেল এবং আসানসোল। এছাড়াও তালিকায় রয়েছে ঝাড়খণ্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেওঘরের কাছাকাছি স্টেশন জসিডিও।

আরও পড়ুনঃ ফের কলকাতা থেকে উত্তরবঙ্গে সরকারি বাস পরিষেবা শুরু করতে চলেছে SBSTC

- Advertisement -

ইতিমধ্যেই, কলকাতা ও আসানসোলে কাজ শুরু নিয়ে পরামর্শদাতা সংস্থা রেলের সঙ্গে একপ্রস্ত আলোচনা সেরে ফেলেছে। খুব শিগগিরই তারা ডিপিআর তৈরি করবে। সোমবারই একটি বৈঠক হয় আসানসোলে। কী ভাবে এখানে কাজ এগোবে, তা নিয়ে পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কথা বলেন আসানসোলের ডিআরএম পরমানন্দ শর্মা, অতিরিক্ত ডিআরএম মুকেশকুমার মিনা-সহ সব বিভাগীয় প্রধানরা। ভিডিয়ো-কলে রেলবোর্ডের আধিকারিকরা বৈঠকে যোগ দেন।

আরও পড়ুনঃ বিজেপির মেগা ইভেন্টে যোগ দেবেন ‘The Wall’, রাজনৈতিক মহলে শুরু জোর চর্চা

এই প্রকল্পে বাংলার তিন স্টেশনের জন্য পৃথক দায়িত্বে থাকা পূর্ব রেলের চিফ ইঞ্জিনিয়ার আশিস ভরদ্বাজও বৈঠকে ছিলেন। তিনি জানিয়েছেন, ‘কাজটি পূর্ব রেলের অধীনে হবে। কাজ শুরুর দু’বছরের মধ্যে শেষ হবে। খরচের পরিমাণ ডিপিআর পাওয়ার পরেই আন্দাজ করা যাবে। ডিপিআর দেবে পরামর্শদাতা সংস্থা। আমরা ইতিমধ্যেই আসানসোল ও কলকাতা স্টেশন দেখেছি। কোথায়, কী ভাবে কী কী করতে হবে, সে সিদ্ধান্ত হলেই পরামর্শদাতা সংস্থা তাদের রিপোর্ট দেবে। অগস্টের মধ্যেই সেটি পাওয়া যেতে পারে।’

আশিস ভরদ্বাজ আরও জানিয়েছেন, নতুন ব্যবস্থায় স্টেশনে যাত্রীদের ঢোকা এবং বেরনোর পথ আলাদা হবে। ১৮৮৫ সালে তৈরি হওয়া আসানসোল রেল স্টেশনটি রাজ্যের অন্যতম একটি ঐতিহ্যবাহী স্টেশন। ফলে স্টেশনের হেরিটেজ বিল্ডিংকে বাঁচিয়ে রেখেই এই স্টেশনে নির্মাণ কাজ শুরু করা হবে। বর্তমানে আসানসোল স্টেশনের শহরের দিকে মূল ভবনটি যেমন আছে, তেমনই সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে আরও একটি আধুনিক ভবন গড়ে উঠবে। আসানসোলে ওভারব্রিজ চওড়া করে কাচ দিয়ে ঢেকে দেওয়া হবে। প্ল্যাটফর্মে অত্যাধুনিক ওয়েটিং হল, লাউঞ্জ, কাফে, বাথরুমের ব্যবস্থা থাকছে। এস্ক্যালেটর, লিফটের পাশাপাশি থাকবে শপিং মল, রেস্তোরাঁ। ফলে ট্রেন যাত্রী ছাড়াও অনেকে স্টেশনে আসতে পারবেন।