জেল থেকে ছাড়া পেলেন নওশাদ, মানুষের উপচে পড়া ভিড়, মালা পরিয়ে অভ্যর্থনা বিধায়ককে

0
76
Naushad Siddiqui

কলকাতা: দেড় মাসের মাথায় জেল থেকে ছাড়া পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। গত বৃহস্পতিবার জামিন মঞ্জুর হয় তাঁর। তবে কিছু কারণবশত অতিরিক্ত দু’দিনের হাজতবাস হয় তাঁর। বিধায়ককে অভ্যর্থনা জানাতে আজ (৪ মার্চ) সকাল থেকেই সংশোধনাগারের সামনে মানুষের উপচে পড়া ভিড়।

আরও পড়ুন: জেল থেকে ছাড়া পেলেন নওশাদ, মানুষের উপচে পড়া ভিড়, মালা পরিয়ে অভ্যর্থনা বিধায়ককে

- Advertisement -

আরও পড়ুন: ‘ভয় পেয়েছেন মমতা, তৃণমূল রাজনৈতিকভাবে দেউলিয়া, তাই পুত্রসম কৌস্তভকে গ্রেফতার’

শনিবার সকালে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরিয়ে আসেন ভাঙড়ের বিধায়ক। তাঁকে দেখেই শুরু হয় স্লোগান। বিধায়কের গলায় মালা পড়ানো হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, ‘বাংলার মানুষ শাসক দলের নোংরামি ধরে ফেলেছে। সাগরদিঘির ফল তা বুঝিয়ে দিয়েছে। আগামি দিনে পঞ্চায়েত নির্বাচনের ফল আর ভালো হবে।’

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে গ্রেফতার হন নওশাদ সিদ্দিকি। টানা ৪০ দিন হেফাজতে ছিলেন তিনি। গত ২ তারিখ তাঁর জামিন হয়। কিন্তু সময়মত কাগজপত্র প্রেসিডেন্সি জেলে এসে না পৌঁছানোয় অতিরিক্ত দু’দিন জেলেই থাকতে হয় তাঁর।

আরও পড়ুন: মোতেরায় অস্ট্রেলিয়াকে সবুজ উইকেট দেওয়ার অঙ্গীকার করেছিলেন রোহিত