বাকিদের ঘরে ফেরার পথ প্রশস্ত করলেন মুকুল

দাদা ফিরতেই উন্মাদনা তৃণমূল কর্মীদের মধ্যে

0
144

কলকাতা: ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর৷ ২০২১ সালের জুন৷ প্রায় চার বছরের ব্যবধানে ফের পুরনো দলে ফিরলেন মুকুল রায়৷ স্বাভাবিকভাবেই তৃণমূলের নিচু তলার কর্মীদের মধ্যে কার্যত উন্মাদনা শুরু হয়েছে৷ এদিন সেই উন্মাদনার ছবিটা ধরা পড়ল তৃণমূল ভবনেও৷ একই ছবি দেখা গিয়েছে জেলায় জেলায়ও৷ স্বাভাবিকভাবেই, তৃণমূলের প্রাক্তণ চাণক্য ফের পুরনো দলে ফেরার পর বাকিদেরও দলে ফেরার পথ প্রশস্ত হল বলেই মনে করা হচ্ছে৷
আরও পড়ুন: চার বছর পর ফের তৃণমূল ভবনে মুকুল রায়

প্রসঙ্গত, ২০১৭ সালে দুর্গা পুজোর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়৷ তারপর একে একে তৃণমূল থেকে অনেকেই নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে৷ এমনকি তাঁর হাতে ধরেই যে শুভেন্দুও বিজেপিতে গিয়েছিলেন, তা ভোট প্রচারের সময় পরস্পরের প্রকাশ্যে করা একাধিক মন্তব্য থেকে স্পষ্ট৷ স্বাভাবিকভাবেই মুকুল রায় জার্সি বদল করার পর এবার সব্যসাচী চক্রবর্তী, অর্জুন সিংদের মতো নেতাদেরও দলবদল এখন শুধুই সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷

- Advertisement -

আরও পড়ুন:শুভেন্দুর ‘কারসাজি’তে মাথা নোয়াতে বাধ্য হলেন মুকুল

এদিকে, ‘দাদা’ ঘরে ফেরার খবরে কলকাতা থেকে জেলা, সর্বত্রই তৃণমূল কর্মীদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা৷ বিশেষত পুরনো দিনের তৃণমূল কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি উন্মাদনা৷ তাঁরা বলছেন, মুকুলদার হাত ধরেই তৃণমূলের জন্ম৷ ফলে দাদা পুরনো দলে ফিরে আসায় আদতে আমরা সকলেই লাভবান হব৷ এখন দেখার পুরনো দলে ফিরলেও পুরনো জায়গা দাদা পান কি না৷ কারণ, ইতিমধ্যেই দাদার পুরনো ‘জায়গা’য় ‘অভিষেক’ ঘটেছে ডায়মণ্ডহারবারের সাংসদের৷ ফলে মুকুল রায়কে আগামীদিনে তৃণমূলের কি ভূমিকায় দেখা যাবে তা নিয়ে চলছে জল্পনার পারদ৷