‘ঘরের ছেলে’ মুকুলের পাশে থেকে মিডিয়াকে কড়া বার্তা মমতার

প্রায় দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর সপুত্র মুকুল রায়ের তৃণমূলে যোগদান এবং সাংবাদিক বৈঠকে যেভাবে মুকুল রায়কে আগাগোড়া আগলে রাখলেন দলনেত্রী, তাতে আগামীদিনে তিনি ফের দলের সেকেণ্ড ইন কম্যাণ্ডের আসনেই বসতে চলেছেন- মত রাজনৈতিক বিশ্লেষকদের৷

0
82

সুমন বটব্যাল, কলকাতা: ‘ঘরের ছেলে ঘরে ফিরল৷ এর থেকে খুশির খবর আর কি হতে পারে৷’ প্রায় চার বছরের ব্যবধানে মুকুল রায়ের দলে ফেরা প্রসঙ্গে এভাবেই নিজের প্রাথমিক প্রতিক্রিয়া প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবং মুকুল রায়ে নয়া চলার পথে তিনি যে প্রতি মুহূর্তে তাঁর পাশে থাকবেন এদিন সাংবাদিক বৈঠকেও তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী৷ বুঝিয়ে দিয়েছেন, মুকুল রায়ের ছেড়ে যাওয়া ‘আসন’ সুরক্ষিতই আছে৷

আরও পড়ুন: শুভেন্দুর ‘কারসাজি’তে মাথা নোয়াতে বাধ্য হলেন মুকুল

- Advertisement -

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের মহিলা সাংবাদিক ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর মুকুল রায়ের বিজেপি গমনের প্রসঙ্গ উত্থাপন করে মুকুল রায়ের উদ্দেশ্যে জানতে চেয়েছিলেন, তাঁর মতাদর্শের বিষয়ে৷ ভেসে এসেছিল আরও কয়েকটি প্রশ্ন৷ মুকুলের সংক্ষিপ্ত বয়ান, ‘‘আমি কেন বিজেপি ছাড়লাম, তা লিখিত আকারে বিস্তারিতভাবে জানাব৷’’

আরও পড়ুন: বাকিদের ঘরে ফেরার পথ প্রশস্ত করলেন মুকুল

এরপরই সংবাদমাধ্যমের আপত্তিজনক প্রশ্নের জবাব দিতে শুরু করেন তৃণমূল নেত্রী৷ ‘‘এসব নিয়ে মুকুল কোনও কথা বলবে না৷ আপনারা তৃণমূল ভবনের ভিতরে এমন কোনও প্রশ্ন করবেন না, যাতে মুকুলকে অস্বস্তিতে পড়ে৷ আমি জানি, আপনাদের মধ্যে কাউকে কাউকে সেই কাজ করার জন্য পাঠানো হয়েছে৷ কিন্তু এটা করবেন না৷ মনে রাখবেন, মুকুল আমাদের পুরনো পরিবারের ছেলে৷ ওকে ওরা (বিজেপি) ভয় দেখিয়ে ধমকে চমকে নিয়ে গিয়েছিল৷ ওর শরীরও খারাপ হয়ে গিয়েছিল৷ আমি বুঝতে পারছিলাম, ও বিজেপিতে থাকতে পারছে না৷’’

আরও পড়ুন: লবি বাজির অভিযোগে দিলীপের বিরুদ্ধে এককাট্টা হচ্ছে রাজ্য বিজেপির একাংশ

নাগাড়ে বলে গিয়েছেন, ‘‘বিজেপি করা যায় না৷ সেটা মুকুল বুঝেছে৷ ও চাপে পড়ে যেতে বাধ্য হয়েছিল৷ কিন্তু মনে রাখবেন, মুকুল ভোটের সময় আমাদের বিরুদ্ধে একটি কথাও বলেননি৷’’ রাজনীতিতে নরম পন্থী, চরম পন্থী বলে একটি কথা রয়েছে৷ সেই প্রসঙ্গ উত্থাপন করে দল নেত্রী মনে করিয়ে দিয়েছেন, ‘‘মুকুল দল ছেড়ে যেতে পারে, তবে কোনও সময়ই কিন্তু আমাদের বিরুদ্ধে খারাপ কিছু বলেন নি৷’’

আরও পড়ুন: মুকুল রায়ের দলত্যাগ সম্পর্কে কি বললেন বাবুল সুপ্রিয়

প্রায় দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর সপুত্র মুকুল রায়ের তৃণমূলে যোগদান এবং সাংবাদিক বৈঠকে যেভাবে মুকুল রায়কে আগাগোড়া আগলে রাখলেন দলনেত্রী, তাতে আগামীদিনে তিনি ফের দলের সেকেণ্ড ইন কম্যাণ্ডের আসনেই বসতে চলেছেন- মত রাজনৈতিক বিশ্লেষকদের৷