গুজরাত নয়, বাংলা মডেলেই দিল্লি দখলের ডাক দিলেন মমতা

0
39

কলকাতা: গুজরাত নয়, আগামী দিনে সারা দেশের মডেল হয়ে উঠবে বাংলা। বাংলাকে দেখেই সামনের দিকে এগোবে সারা দেশ। একুশের ভার্চুয়াল শহিদ মঞ্চ থেকে এই বার্তাটাই স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যা৷য়ের কথায়, ‘‘উন্নয়নে গুজরাত নয়, সারা দেশের মডেল বাংলায়৷’’

আরও পড়ুন: বিজেপি করোনার চেয়েও বিপজ্জনক ভাইরাস: দিদি

- Advertisement -

কেন একথা বলছেন, তাঁর ব্যাখ্যাও দিয়েছেন দলনেত্রী৷ তাঁর কথায়, ‘‘আমরা রাজ্যের বাসিন্দাদের স্বার্থে একাধিক জনহিতকর প্রকল্পের সূচনা করেছি৷ আমাদের কন্যাশ্রী রাষ্ট্রপুঞ্জে পুরষ্কৃত হয়েছে। কৃষকদের আমরা ১০ হাজার টাকা করে দিচ্ছি। কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিই আমরা। জমির মিউটেশন আমরা করে দিই। তাই গুজরাত নয়, সারা দেশের মডেল বাংলাই৷’’

আরও পড়ুন: লক্ষ্য ২৪, শুরু থেকেই আক্রমণাত্মক দিদি

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদীর গুজরাত মডেলকে ধুলিসাৎ করতে আগামীদিনে সারা দেশ জুড়ে বাংলাকে মডেল হিসেবেই যে তুলে ধরা হবে তা এদিন স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার কথাতেও বারে বারে সেটাই ফুটে উঠেছে এবং বাংলাকে সামনে রেখেই যে তিনি সারা দেশের অ-বিজেপি দলগুলিকে একত্রিত করার প্রচেষ্টা চালাবেন তাও এদিনের বক্তব্য থেকে স্পষ্ট বলে মত ওই মহলের৷

আরও পড়ুন: চাপে পড়েই কি বিজেপির প্রসঙ্গ এড়িয়ে গেলেন মুকুল রায়

দাবি করেছেন, ‘‘বিজেপির মগজে মরূভূমি৷ ওটা একা হাই লোডেড ভাইরাস পার্টি৷ করোনার চেয়েও বিপজ্জনক৷ ওরা শুধু কালা আইন বানাতে জানে৷ মানুষের মুখের হাসি কেড়ে নিতে জানে৷’’ অভিযোগ করেছেন, ‘‘মানবাধিকার কাকে বলে ওরা জানে না।’’ কটাক্ষ করেছেন, ‘‘ ফোন ট্যাপ করলে, স্পাইগিরি করলেই হয় না। মানুষের কাজ করতে হয়৷ আর কিভাবে মানুষের কাজ করতে হয়, সেটা শিখতে হবে এই বাংলা থেকে৷’’

আরও পড়ুন: গণতন্ত্রের কন্ঠরোধের চেষ্টা হচ্ছে, বিরোধীদের একজোট হওয়ার ডাক দিলেন দিদি

দেশজুড়ে ক্রমেই বিজেপি সমর্থন হারাচ্ছে বলে দাবি করেছেন৷ কারণ হিসেবে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মোদী-শাহকে৷ সরাসরি বিজেপির এই দুই শীর্ষ নেতার নামোল্লেখ করে বলেছেন, ‘‘আপনি আর অমিত শাহ মিলে যে সময় ধরে এজেন্সি ব্যবহার করে বিরোধীদের পিছনে পড়ে রয়েছেন, মানুষের কল্যাণে ততটা সময় ব্যায় করে আপনাদেরই ভাল হত৷ দেখলেন তো এজেন্সি লেলিলে কতটা নিচে নেমেছিলেন, তাও বাংলা দখল হল না৷ বাংলার মানুষ আপনাদের যোগ্য জবাব ফিরিয়ে দিল৷’’

অভিযোগ করেছেন, বিজেপি শুধু বিভাজন চায়, অশান্তি, দাঙ্গা বাঁধাতে চাই৷ আমরা রবীন্দ্রনাথের মাটির। আমরা কবিগুরুর আদর্শে বেঁচে রয়েছি। এখানে সকলের সমান অধিকার। কিন্তু বিজেপি শুধু নিজেদের দল নিয়ে ভাবে। তাই একুশের জয়কে সামনে রেখেই বাংলা মডেলে এবার দেশ বাঁচানোর লড়াই হবে৷

ফাইল ছবি