গণতন্ত্রের কন্ঠরোধের চেষ্টা হচ্ছে, বিরোধীদের একজোট হওয়ার ডাক দিলেন দিদি

0
21

কলকাতা: হাটে হাঁড়ি ভাঙলেন দিদি৷ ২১ জুলাইয়ের সমাবেশ থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে একের পর এক বিস্ফোরক মন্তব্য সামনে আনলেন তৃণমূল নেত্রী৷ বললেন, ‘‘পেগাসাস, ফেরোসাস, ডেঞ্জারাস, সব একই৷ কেন্দ্রীয় সরকার গণতন্ত্রের বদলে গোয়েন্দাগিরি চালাচ্ছে৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিচ্ছে৷’’

এরপরই দেশের সমস্ত আঞ্চলিক দল এবং অবিজেপি দলকে একত্রিত হওয়ার ডাক দিলেন দলনেত্রী৷ বললেন, ‘‘দেশকে বাঁচাতে হলে বিরোধীদের এক জোট হতে হবে৷’’ জানিয়ে দিলেন, ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত তিনি দিল্লিতে থাকবেন৷ কেন বিরোধীদের একজোট হওয়া প্রয়োজন তার ব্যাখ্যাও সামনে আনলেন দলনেত্রী৷ বললেন, ‘‘এদের রাজত্বে বেকারি বেড়ে গিয়েছে৷ এরা শুধু গোলি, গুলি, গালি আর পলিটিক্স করতে জানে৷ ভুল করার পর ক্ষমা চাওয়ার মানসিকতা নেই৷ উলটে বলছে, যা করেছি, বেশ করেছি৷’’

- Advertisement -

টেনে এনেছেন কোভিড প্রসঙ্গ৷ বলেছেন, ‘‘করোনায় সব দিক থেকে এই সরকার ব্যর্থ৷ মৃতদেহগুলোকে সম্মান পর্যন্ত জানায়নি৷ দেহগুলো গঙ্গায় ভাসিয়ে দিয়েছে৷ কোনওটা আমাদের রাজ্যে, কোনওটা ত্রিপুরার রাজ্যে ভেসে গিয়েছে৷ আমরা সেগুলোকে উদ্ধার করে সৎকার করেছি৷’’ তাই জনস্বার্থ বিরোধী এই সরকারকে তাড়ানোর প্রক্রিয়া সময় থাকতেই শুরু করার আহ্বান জানান নেত্রী৷

প্রসঙ্গত, এই প্রথম কলকাতার পাশাপাশি একইভাবে দিল্লি, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে শহিদ দিবস পালন করছে তৃণমূল৷ বাংলার পাশাপাশি সেখানকার প্রত্যেকটি পয়েন্টে জায়ান্ট স্ক্রিণের সাহায্যে সরাসরি নেত্রীর ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে৷ তারই জেরে এদিন বাংলার পাশাপাশি হিন্দি, ইংরেজিতেও ভাষণ দিতে দেখা যায় নেত্রীকে৷

                                                                                                        ফাইল ছবি