চাপে পড়েই কি বিজেপির প্রসঙ্গ এড়িয়ে গেলেন মুকুল রায়

0
539

কলকাতা: তৃণমূলের শহিদ দিবস বিজেপি হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে৷ অথচ বুধবার দুপুরে নিজের বাসভবন থেকে কালীঘাট যাওয়ার পথে স্পর্শকাতর এই প্রসঙ্গটি এড়িয়ে গেলেন তৃণমূল নেতা মুকুল রায়৷ তাঁর কথায়, ‘‘বিজেপি কোনও দিন এসব শহিদ সমাবেশ করেনি৷ ওরা কি করতে চাইছে আমি জানি না৷ তাই এবিষয়ে মন্তব্য করব না৷’’

আরও পড়ুন: ‘যাঁরা নিজেরাই সন্ত্রাস তৈরি করে, তাঁদের মুখে শহিদ স্মরণ মানায় না৷’

- Advertisement -

প্রসঙ্গত, তৃণমূলের জন্মলগ্ন থেকেই ২১ জুলাই শহিদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস৷ করোনা আবহে গতবারের মতো এবারেও ভার্চুয়ালি সভার আয়োজন করেছে তৃণমূল৷ শুধু বাংলা নয়, এবারে দিল্লি, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যেও নেত্রীর ভাষণ শুনতে পাওয়া যাবে৷ সেজন্য প্রতিটি পয়েন্টে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন৷ তৃণমূলের দাবি, ৫০ লক্ষেরও বেশি মানুষ এই ভার্চুয়াল কর্মসূচিতে যোগ দেবেন৷

আরও পড়ুন:  তৃণমূলের শহিদ দিবসে কলকাতার মাটিতে কেন পা রাখলেন মিঠুন

পাল্টা হিসেবে বিজেপির তরফেও এবারে কলকাতার পাশাপাশি দিল্লিতেও আয়োজন করা হয়েছে শহিদ স্মরণের৷ দিল্লির রাজঘাটে ধর্না মঞ্চে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশাপাশি হাজির রয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী-সহ বাংলার বিজেপি সাংসদরা। অন্যদিকে হেস্টিংসে শহিদ স্মরণের নেতৃত্বে রয়েছেন শুভেন্দুর৷

আরও পড়ুন:  অনিশ্চয়তার মুখোমুখি বাংলার ভোট, কেন এমন বললেন শান্তনু

শাসক শিবিরের অভিযোগ, শহিদ কর্মসূচি হাইজ্যাকের চেষ্টা করা হচ্ছে৷ একযোগে শাসকদলের সমস্তস্তরের নেতারাই ঘটনার তীব্র প্রতিবাদও জানিয়েছেন৷ কিন্তু এবিষয়ে মুকুল রায় ‘সেফ’ জোনে নিজেকে রাখার চেষ্টা করলেন কেন? আপাতত এই নিয়েই শুরু হয়ে তীব্র জল্পনা৷

রাজনৈতিক মহলের একাংশের মতে, ইতিমধ্যেই বিধায়ক পদ থেকে ইস্তফা না দেওয়া এবং পিএসি-র চেয়ারম্যান নিয়োগ নিয়ে তাঁকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে৷ গেরুয়া শিবিরের তরফে তাঁর বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলেই বিতর্কিত প্রসঙ্গটি সুকৌশলে এড়িয়ে গিয়েছেন রায় সাহেব৷ যদিও মুকুলের বয়ান, ‘‘ওদের নিয়ে কিছু বলব না৷ শুধু এটুকু বলতে পারি, ‘এই দিন ভোলা যাবে না। যতদিন বেঁচে থাকব, এই দিন মনে রাখব। ’’