Kolkata Municipal Election: আজই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল, একাধিক নতুন মুখের সম্ভাবনা

0
67
tmc

কলকাতা: কার দখলে যাবে লালবাড়ি? পুরভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছে কলকাতায়। ১৯ ডিসেম্বর হবে পুরভোট। ২১ ডিসেম্বর হবে ভোট গননা। ইতিমধ্যেই একাধিক জায়গায় দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। কিন্তু কারা লড়বেন ভোটে? সেইমত প্রার্থীতালিকা ঘোষণার জন্য প্রস্তুত হয়েছে রাজনৈতিক দলগুলি।

আরও পড়ুনঃ Tata Project : দেশের মানুষের স্বার্থে ফের নজির গড়ল Tata Group

- Advertisement -

ভোটের বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই মনোনয়নপত্র জমা দেওয়ার দিনও শুরু হয়ে গিয়েছে। পুরভোটে প্রার্থী হওয়ার মনোনয়ন জমার শেষ তারিখ ১ ডিসেম্বর। এখনও কোনও রাজনৈতিক দলই তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে শুক্রবারই প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে তৃণমূলের। একাধিক নতুন মুখ এবার উঠে আসতে পারে পুরভোটের হাত ধরে। অন্যদিকে দলের চার বিধায়ক টিকিট পাবেন কি না তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।

বিধানসভা ভোটে বিপুল জয়ের পরে কলকাতা পুরভোটে দলগত ভাবে অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে তৃণমূল। তবে এবারের পুরভোটের আগে প্রার্থী বদলের চর্চা রয়েছে শাসক শিবিরে। বর্তমানে কলকাতা পুরসভার প্রশাসক হিসেবে রয়েছেন রাজ্যের বিধায়ক তথা পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও তিন বিধায়ক অতীন ঘোষ, দেবব্রত মজুমদার ও দেবাশিস কুমার এঁরা প্রত্যেকেই কলকাতা পুরসভার মেয়র পারিষদ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

কিন্তু বর্তমানে তৃণমূল এক ব্যক্তি, এক পদ নীতি কার্যকর করেছে। প্রার্থী তালিকায় এই দুইয়ের প্রভাব কতটা পড়ে তা নিয়ে কৌতূহল রয়েছে। আর এই চার বিধায়ক ফের কাউন্সিলর হলে দুটি পদের অধিকারী হতে পারবেন। তৃণমূলের তরফে এদের সেই অনুমতি দেওয়া হবে কি না, সেটাই বিবেচনা করা হবে। এই বিষয়ে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে।

এদিকে, আজই প্রার্থী তালিকা ঘোষণা করবে বামেরা। এদিন ১২০টির মতো ওয়ার্ডে প্রার্থীর নাম জানাবে তারা। বাকি আরও ৭-৮টি ওয়ার্ডে প্রার্থীর নাম পরে জানানো হতে পারে। এবারের প্রার্থী তালিকায় নতুন মুখ আসতে পারে ৫৫ শতাংশ। অন্যদিকে অবশিষ্ট যে আসন থাকবে তাতে কংগ্রেস বা বাম মনোভাবাপন্নদের জন্য ছাড়া হতে পারে।

অন্যদিকে, বিজেপির প্রার্থী তালিকায় এবার এলাকার স্থানীয় লোক, সংশ্লিষ্ট ওয়ার্ডে বিজেপির কাজের সঙ্গে যাঁরা যুক্ত, এমন ব্যক্তিদের অগ্ৰাধিকার দেওয়া হবে। জনপ্রিয় কোনও নেতা খুব বেশি থাকছেন না প্রার্থী তালিকায়। তবে সমাজের সব অংশের প্রতিনিধিদের রাখার চেষ্টা করা হবে। পুরনো আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদেরও প্রার্থী করার ভাবনা রয়েছে বিজেপির।