রমরমিয়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচি, খুশি মুখ্যমন্ত্রী

0
279
duare-sarkar

খাস খবর ডেস্ক: চলতি মাসের ১৬ অগাস্ট থেকে শুরু হয়েছে রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচি। মাত্র ৮ দিনেই দুয়ারে সরকারের রেজিস্ট্রেশনের সংখ্যা এক কোটি ছাপিয়ে গেল। বিগত বছরের রেকর্ডকে ভেঙে দিল এবারের পরিসংখ্যান। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন সংখ্যা এক কোটি ছাপিয়ে যায় বলে নবান্ন সূত্রে খবর। তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা টিমকেই শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যসচিব মারফত মুখ্যমন্ত্রী এই শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য,গত বছর দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন এর সংখ্যা এক কোটি ছাপিয়ে যেতে সময় লেগেছিল ১৮ দিন। এবার অনেকটাই কম সময় লাগায় শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো বলে মনে করছে প্রশাসনিক মহল। যদিও এত তাড়াতাড়ি ১ কোটি রেজিস্ট্রেশন হওয়ার অন্যতম কারণ লক্ষ্মীর ভান্ডার বলেই মনে করা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু-সহ কয়েকটি প্রকল্পে উল্লেখযোগ্য ভাবে রেজিস্ট্রেশন হয়েছে বলে সূত্রে খবর।

- Advertisement -

প্রথমদিকে দুয়ারে সরকার ক্যাম্প গুলিতে এতটাই ভিড় ছিল যে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল প্রশাসনকে। যদিও তারপর ক্যাম্প বাড়ানোর নির্দেশ দেন মুখ্যসচিব জেলাশাসকদের। বুথ ভিত্তিক যাতে আবেদন পত্র দেওয়া যায়, বিশেষত লক্ষীর ভান্ডার -এর আবেদন পত্র দেওয়ার ক্ষেত্রে যাতে এই পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়েও জেলাশাসকের পরামর্শ দেন মুখ্য সচিব।

আরও পড়ুন: চলতি মাসেই বন্ধ হতে চলেছে ইনস্টাগ্রামের স্টোরি লিঙ্ক ফিচার

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ১০ হাজারেরও বেশি ক্যাম্প করা হয়েছে দুয়ারে সরকারের জন্য। অন্যদিকে,দেখা যায় লক্ষীর ভান্ডার-এর আবেদন পত্র ফিলাপ করছে বিভিন্ন ক্লাব বা অন্যান্যরা। এক্ষেত্রে সোমবারই মুখ্যসচিব জেলাশাসকদের কড়া নির্দেশ দেন। বিশেষত লক্ষ্মীর ভান্ডারের আবেদন পত্র ফিলাপের জন্য কন্যাশ্রী ছাত্রীদের কিংবা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বা কলেজ পড়ুয়াদের দিয়ে করানো যেতে পারে। এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যব্যাপী দুয়ারে সরকারের ক্যাম্প চলবে। মাত্র ৮ দিনে এক কোটি রেজিস্ট্রেশন-এর সংখ্যা পেরিয়ে যাওয়াতে প্রশাসনিক মহলের ধারণা চলতি বছরে গতবারের তুলনায় অনেকটাই বেশি রেজিস্ট্রেশন হবে। তার জন্য আগেভাগেই প্রশাসনিক বিভিন্ন প্রস্তুতিও নিয়ে রাখা হচ্ছে বলে সূত্রের খবর।