থাকবে না কোনও পৃথক স্লট, কলকাতায় বড়সড় বদল টিকাকরণের নিয়মে

0
113

খাসখবর ডেস্ক: ফের টিকাকরণের নিয়মে বড়সড় বদল এল কলকাতায়। আগামীকালকে থেকেই পরিবর্তন আসছে টিকাকরণের নিয়মে। আগামীকাল থেকে প্রথম ও দ্বিতীয় ভ্যাকসিনের জন্য কোনও রকম পৃথক টাইম বা পৃথক লাইন থাকবে না।

জানা গিয়েছে, সকাল ১০ টা থেকে বিকেল ৪টে অব্দি টিকাকরণ চলবে। যে আগে আসবে সে আগেই টিকা পাবে, এই নিয়মেই চলবে পুরসভা গুলি। কোনও রকম আলাদা টাইম বা আলাদা লাইন হবে না। পুরসভা গুলিতে প্রথম ও দ্বিতীয় ডোজ একসঙ্গে চলবে।

- Advertisement -

আরও পড়ুন-বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা, আশঙ্কাজনক SSK, MKS এর পাঁচ শিক্ষিকা

প্রসঙ্গত, এর আগে কলকাতা পুরসভা গুলিতে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছিল দুদিন ভিন্ন সময়ে। এর পরে অড-ইভেন ডে তে টিকাকরণ চালু হয়। সেই নিয়ম পরিবর্তন করে ফের প্রথম ডোজের টিকাকরণের জন্য সকাল ১০ টা থেকে বেলা ৩টে এবং বেলা ৩টে থেকে ৪টে পর্যন্ত দ্বিতীয় ডোজের জন্য নির্ধারিত হয়।

এবার সেই পৃথক টাইম তুলে দিয়ে প্রতিদিনই সকাল ১০ টা থেকে ৪টে পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া চলবে। যেমন টিকা সরবরাহ হবে সেই মতো আগে এলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে টিকা। আজ থেকে কলকাতা পুরসভার অধীনস্থ ১০২ টি আরবান প্রাইমারি সেন্টার এবং ৫০ টি মেগা সেন্টারে পুরোনো নিয়মে ভ্যাকসিন দেওয়া হবে।

আরও পড়ুন- BREAKING: মেডিক্যাল কলেজে বড়সড় চক্রের হদিশ, উঠল চিকিৎসা সরঞ্জাম পুনর্ব্যবহারের অভিযোগ

এপ্রসঙ্গে আধিকারিকরা জানিয়েছেন, দুটি টিকার জন্য আলাদা আলাদা স্লট করায় দেখা যাচ্ছিল দ্বিতীয় টিকা নেওয়ার ক্ষেত্রে নাগরিকরাও উদাসীনতা দেখাচ্ছেন। টিকাকরণ সেন্টারের টিকার কর্মীরা বসে থাকলেও দিনের শেষে টিকা ফিরে আসছে পুরসভায়। অথচ প্রথম ডোজ নিতে মঙ্গল, বৃহস্পতি ও শনিবারে সেন্টারগুলোতে লাইন পড়ছিল। এই কারণে কর্তৃপক্ষের মনে হয়েছে দ্বিতীয় টিকা নেওয়ার জন্য অনেকেই সময়ের অভাবে আসতে পারছেন না। সেই কারণেই এই রকম সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।