Fake Note Case: ফের সক্রিয় জাল নোটের চক্র, শহরে গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা

0
504

কলকাতা: ফের জাল নোট চক্রের খোঁজ মিলল শহরে। অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা। প্রায় ৫ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স গোপন সূত্রে খবর পায় গত কিছুদিন ধরে শহরে জাল নোট সহ একটি ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। তাঁকে পাকড়াও করতে স্থানীয় সাউথ পোর্ট থানা এবং টাস্কফোর্সের গোয়েন্দারা একজোটে অভিজান চালিয়ে কলকাতার স্ট্র্যান্ড রোড থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে।

- Advertisement -

গোয়েন্দা সূত্রে খবর, ধৃতের নাম আফতাব আলম। তার কাছ থেকে একটি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে যার মধ্যে ৫ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এই চক্রে আলমের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে। এমনকি আন্তর্জাতিক নোট পাচারকারীরা জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা হয়ে কলকাতায় কোন সূত্রে এল তাও দেখা হবে।