‘ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গকে আফগানিস্তান বানানোর চেষ্টা হচ্ছে’

0
68

পলাশ নস্কর, কলকাতা: এগরার খাদিকুল থেকে মালদহের ইংরেজ বাজার৷ লাগাতার বাজি কারখানায় বিস্ফোরণে ১৬ টি প্রাণ ঝরার পরও ক্লান্তি নেই৷ এবার ব্যারাকপুরে প্রকাশ্যে শ্যুট আউট৷ বারে বারে কেন ঘটছে এমন ঘটনা? পরিস্থিতির জন্য রাজ্যের শাসকদল তৃণমূলকেই দুষছে গেরুয়া শিবির৷ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের মতে, ‘‘তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গকে আফগানিস্তান বানিয়ে দিতে চাইছে!’’

আরও পড়ুন: অভিষেকের জেলা সফরের পরই জঙ্গলমহলে তৃণমূলে ধস!

- Advertisement -

নিজের দাবির স্বপক্ষের দিলীপের পর্যবেক্ষণ, ‘‘রাজ্য জুড়ে বোমা বন্দুকের খেলা চলছে। বোমা ফাটিয়ে ভয় দেখানো হচ্ছে। মানুষ মারা হচ্ছে। তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে। অন্যকে মারছে। পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটানো হচ্ছে।যাতে সবাই ভয়ে সিঁটিয়ে থাকে আর ওরা রাজত্ব করতে পারে!’’ এই প্রসঙ্গেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি, ‘‘রাজ্যে প্রশাসন ভেঙ্গে পড়েছে৷’’

লক্ষ্মীবারের সকালে নিজের দাবির স্বপক্ষে ইকো পার্ককে সাক্ষী রেখে দিলীপের বয়ান, ‘‘এই সরকার আর এই মুখ্যমন্ত্রী বেশিদিন সরকার বা প্রশাসন চালাতে পারবেন না। মাৎস্যন্যায় পরিস্থিতি। পুলিস প্রশাসন দুর্নীতির দায়ে ধরা পরেছে। তার পরিবার দুর্নীতির দায়ে লিপ্ত হয়ে যাচ্ছে। ছোট নেতা থেকে অফিসার, সবাই দুর্নীতিতে লিপ্ত। এভাবে কোনো প্রশাসন চলতে পারে না। সার্বিকভাবে পতনের দিকে যাচ্ছে।’’ দাবি করেছেন, ‘‘এই সরকারকে না সরালে বাংলার মানুষের কপালে অশেষ কষ্ট আছে।’’

আরও পড়ুন: Horoscope Today : জামাইষষ্ঠীতে কাদের ধনপ্রাপ্তি ঘটবে? কেমন কাটবে আপনার আজকের দিন

সম্প্রতি কুড়মিরা দিলীপবাবুর বাংলো ঘেরাও করেছিলেন৷ বাঁকুড়ায় দলীয় কর্মসূচি থেকে ফের দিলীপের বাড়ি ঘেরাও করার জন্য কুড়মি আন্দোলনকারীদের উৎসাহ জুগিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেকথা মনে করিয়ে দিলীপ বলেন, ‘‘আমি আগেই আন্দাজ করেছিলাম। ওদের (কুড়মিদের) কিছু নেতা তৃণমূলের দালালি করছে। ওদের থেকে টাকা নিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে।’’ নাম না করে সেই নেতাদের উদ্দেশে দিলীপের হুঁশিয়ারি, ‘‘সেটিং এর রাজনীতি বন্ধ করুন। কুড়মি সমাজকে বিপথে পরিচালনার চেষ্টা বন্ধ করুন।’’

আরও পড়ুন: Weather Update: জামাইষষ্ঠীতেও রেহাই নেই, দিনভর সঙ্গী সেই ভারী বৃষ্টি! আসল কারণটা জানেন?