ফের কলকাতার ফ্ল্যাটে নগদ টাকা, কোটি টাকার মাদক, আটক দম্পতি

0
29

কলকাতা: ফের শহর কলকাতা থেকে উদ্ধার নগদ প্রায় পাঁচ লক্ষ টাকা এবং প্রায় ৫ কোটি টাকার মাদক। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সল্টলেকের সুকান্তনগরের নাওভাঙা এলাকা থেকে ওই কোটি টাকার মাদক, নগদ টাকা উদ্ধার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ ঘটনায় সংশ্লিষ্ট ফ্ল্যাটের দম্পতিকে আটক করেছে পুলিশ৷ কোথা থেকে ওই মাদক আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বস্তুত, সুকান্তনগরের নাওভাঙা এলাকার ওই ফ্ল্যাটটিতে দিনভরই অচেনা লোকজনের যাতায়াত ছিল৷ গোপন সূত্রের এই খবর পাওয়ার পর থেকেই বাড়তি নজরদারি শুরু করেছিল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ বুধবার রাতে সোর্স মারফৎ ‘খবর’ পাওয়ার পরই তৎপর হয় বাহিনী৷ ফ্ল্যাটটিকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়৷ শুরু হয় তল্লাশি৷ তারপরই সামনে আসে নগদ টাকা এবং কোটি টাকার মাদকের বিষয়টি৷

- Advertisement -

এসটিএফ সূত্রের খবর, ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় লুকনো ছিল ওই কোটি টাকার মাদক ও টাকা। চোখে ধুলো দিতে রান্না ঘরের বিভিন্ন কৌটোর মধ্যে রাখা ছিল মাদক৷ ঘটনায় আর কে বা কারা জড়িত, খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

আরও পড়ুন: ‘সংখ্যালঘুদের মন পেতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ আলিয়া বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে ফের সরব পড়ুয়ারা