‘সংখ্যালঘুদের মন পেতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ আলিয়া বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে ফের সরব পড়ুয়ারা

0
22

কলকাতা: ফের আলিয়া বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে সরব হলেন পড়ুয়ারা৷ খাবারের গুণগত মান থেকে শুরু করে পানীয় জল, হাজারও সমস্যা নিয়ে সরব পড়ুয়ারা৷ তাঁদের কথায়, বর্তমান সরকার আর অস্থায়ী ভিসি বিশ্ববিদ্যালয়কে কঙ্কাল বানিয়ে দিয়েছে৷ আর এই কঙ্কাল কে এখন নতুন নতুন পোশাক পরিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ এনেছেন তাঁরা৷

আলিয়া বিশ্ববিদ্যালয়ের এমএসসি পদার্থবিদ্যার ছাত্র উসামা চৌধুরী বলেন, ‘‘আলিয়া বিশ্ববিদ্যালয় নিউটাউন ক্যাম্পাসে খাবারের গুণগতমান খুবই খারাপ৷ কোন সময় খাবারে বিড়ি পাওয়া যাচ্ছে, তো কোন সময় ফিতে পাওয়া যাচ্ছে৷ এত খারাপ যে পুষ্টিগত সমস্যা হচ্ছে৷ এখানে ছাত্রছাত্রীদের জলও কিনে খেতে হয়৷ পানীয় জলের সুষ্ঠ সমাধান করা জরুরি ছিল৷ সেটা না করে এক কোটি একশ লক্ষ টাকার গেট, ২৫ লক্ষ টাকার আলোকসজ্জা৷ এগুলো বিলাসিতা ছাড়া আর কি বা হতে পারে?’’

- Advertisement -

অভিযোগ করেছেন, ‘‘এত বড় বিশ্ববিদ্যালয়৷ অ্যাম্বুলেন্স নেই৷ চার বছর ধরে লাইব্রেরির এসিটা খারাপ হয়ে পড়ে আছে৷ গরমে পড়াশোনা করতে সমস্যা হয়৷’’ বস্তুত, আলিয়া বিশ্ববিদ্যালয়ের মোট পড়ুয়া সংখ্যা প্রায় ছ’হাজার৷ অথচ ৯০ শতাংশ ছাত্রছাত্রী হোস্টেল পায় না৷ ফলে চরম সমস্যার মধ্যে পড়াশোনা চালিয়ে যেতে হয় তাঁদের৷ উসামা বলেন, ‘‘এই বিশ্ববিদ্যালয়ের তুঘলকিপনা শুনলে যে কারও মাথা খারাপ হয়ে যাবে৷ এমএ এলএলবি আছে কিন্তু বিএ এলএলবি নেই! এই সমস্যাগুলো বারবার মৌখিক এবং লিখিতভাবে ভি সি স্যার কে বারবার জানানো হয়েছে৷ কিন্তু সমস্যার কোনও সুরাহা হয়নি৷’’ এই বিষয়ে অবশ্য বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মকর্তা কোনও মন্তব্য করতে চাননি৷

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে কি দেখা যাবে আইনজীবী মমতাকে