হাওড়ার পর এবার সল্টলেক, মার্কেটে আগুন, এলাকায় চাঞ্চল্য

0
34

খাস প্রতিবেদন: আগুনের আতঙ্ক এবার কলকাতার সল্টলেকে৷ সোমবার সকালে আগুনের লেলিহান শিখাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল সল্টলেকের সিএ মার্কেট সংলগ্ন এলাকায়৷ ঘটনার জেরে এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সল্টলেকের সিএ মার্কেটের বাইরে টিনের তৈরি দোকানের ভেতর থেকে আগুনের শিখা বেরোতে থাকে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন মার্কেটের ব্যবসায়ীরা৷ খবর দেওয়া হয় দমকলে। তবে দমকল আসার আগে স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা হয়। এই দোকানটির পাশাপাশি কয়েকটি একই রকম দোকান রয়েছে। ফলে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়া আটকানো যায়।

- Advertisement -

কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা৷ বস্তুত, রবিবার রাত থেকেই আগুনের ঘটনায় আতঙ্ক বেড়েছে৷ রবিবার রাতে হাওড়ার ১৬নং জাতীয় সড়কের ধারে বাগনানের চন্দ্রপুরে একটি প্লাস্টিক কারখানা আগুনে ভস্মীভূত হয়েছিল। সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাওড়ায়। ঘুসুড়ির নস্করপাড়ায় আগুনে ভস্মীভূত প্লাস্টিক কারখানা। সেখানে এখনও আগুন নেভানোর কাজ চলছে৷ তারপরই সল্টলেকের ঘটনা৷ তবে দমকল কর্মীরা জানিয়েছেন, ব্যবসায়ীদের তৎপরতায় সল্টলেকের সিএ মার্কেট এখন বিপদমুক্ত৷

আরও পড়ুন: Weather Forecast Today: বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জের, আরও বাড়বে গরম