Priyanka-কন্যা মালতী-র প্রথম ইস্টার সেলিব্রেশন, দেখুন ছবি

0
27

বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা কন্যা মালতী বেরি চোপড়া জোনাসের প্রথম ইস্টার সেলিব্রেশন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেই ছবি পোস্ট করলেন অভিনেত্রী। সক্কাল সক্কাল ইস্টার সেলিব্রেশনে মেতে উঠেছে একরত্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এখন ভাইরাল।

ছবিতে দেখা যাচ্ছে, মালতী মেরির প্রথম ইস্টার লেখা একটি টিশার্ট পরে আছে খুদে।তারপরের ছবিতে মা-মেয়ে’কে এক রঙা পোশাকে দেখা গিয়েছে। পরের ছবি গুলোতে কখনও মালতীকে ডিম নিয়ে খেলতে দেখা গিয়েছে, আবার কখনও পোষ্যদের সঙ্গে খেলতে দেখা গিয়েছে। ছবি দেখে নেতিজেনদের কেউ কেউ লিখেছেন, “কি সুন্দর বাচ্ছা।” আবার কেউ লিখেছেন, “এক্কেবারে বাবা নিকের মতো দেখতে হয়েছে। “

- Advertisement -

সারোগেসির মাধ্যমে সন্তানলাভ করেন প্রিয়াঙ্কা। বেশকিছুদিন আগে মেয়ে’কে নিয়ে ভারতে এসেছিলেন। প্রথমবার মামাবাড়িতে এসে আনন্দে আত্মহারা হয়ে পড়ে একরত্তি। সোশ্যাল মিডিয়ায় উঠে আসে তাঁর দিদার সঙ্গে কাটানো মুহূর্ত। তবে আপাতত স্বামী-মেয়ে’কে নিয়ে লন্ডনে প্রিয়াঙ্কা চোপড়া।