Khelo India প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো পোস্ট দেশের উচ্চপদস্থ আমলার

0
60
Khelo India

বিশ্বদীপ ব্যানার্জি: ভারতের জাতীয় যুব গেমস Khelo India এই বছর শুরু হতে চলেছে ৩১ জানুয়ারি থেকে। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে ইভেন্টটি আয়োজন করার দায়িত্ব পেয়েছে মধ্যপ্রদেশ। গত বছর যা আয়োজিত হয়েছিল হরিয়ানায়।

আরও পড়ুন: যদি এই ঘটনা ঘটে ভারত ছাড়া আর কেউই জিততে পারবে না এবারের বিশ্বকাপ

- Advertisement -

তবে ইভেন্টটি শুরুর আগেই কিছুটা ব্যাকফুটে। কারণ অবশ্যই দিল্লির যন্তর মন্তরে মহিলা কুস্তিগীরদের ধর্না বিক্ষোভ। যা ভারতীয় ক্রীড়া মহলের জন্য মোটেই ভাল বিজ্ঞাপন নয়। ঠিক এই Khelo India নিয়ে মুখ খুললেন দেশের নামকরা IAS অফিসার।

 

শ্রুস্তি দেশমুখ গৌড়া এমপি ক্যাডারের ২০১৯ ব্যাচের আইপিএস অফিসার। নরসিংপুর জেলার গদারওয়ারার এসডিএম তিনি। সম্প্রতি শ্রুস্তি ইনস্টাগ্রামে Khelo India জাতীয় যুব গেমস নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। এই পোস্ট রীতিমত সাড়া ফেলে দিয়েছে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

কী বলেছেন দেশের অন্যতম সেরা আইএএস অফিসার? তিনি লেখেন, “দেখার জন্য প্রস্তুত হোন। এবং এখানে আমাদের তরুণ ক্রীড়াবিদদের উৎসাহিত করার জন্য আমার সঙ্গে যোগ দিন। আপনি ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ, এমপি (@mpsportsdept) ট্যাগ করতে পারেন। এবং আপনি যে খেলাগুলি খেলেন তা পোস্ট করতে পারেন! সবাই সব ভাল! ✌️” পাশাপাশি তিনি লেখেন, যে লোকেরা খেলো ইন্ডিয়া গেমসে সংগঠিত হওয়ার জন্য উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে পারে এবং পুরস্কার জিতে নিতে পারে।