ওয়েস্ট ইন্ডিজের একই বছরে ৩টি বিশ্বকাপ জয়ের রেকর্ড ভেঙে দিতে পারে ভারত

0
90

বিশ্বদীপ ব্যানার্জি: সাল ২০১৬। অবিস্মরণীয় এক কীর্তি গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে বছরের শুরুতেই বাংলাদেশে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। ফাইনালে ইশান কিশান, ঋষভ পন্থদের হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতে নিয়েছিল ক্যারিবীয় দ্বীপপুঞ্জের খুদেরা। এরপর একইদিনে, ৩ এপ্রিল ক্রিকেটের নন্দনকাননে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তোলে প্রমীলা এবং পুরুষ দল।

আরও পড়ুন: মাত্র ১৭ মিনিটেই তুলে নিলেন কনস্টান্টাইন, রাগে জার্সি ছুঁড়ে ফেললেন লাল-হলুদ ফুটবলার

- Advertisement -

একই বছরে কোনও খেলায় তিনটি আলাদা আলাদা বিভাগে তিনটি আলাদা আলাদা বিশ্বকাপ জয়। দলগত ক্রীড়ায় এমন নজির আর একটিও নেই। আর সে অর্থে দেখতে গেলে ওয়েস্ট ইন্ডিজ কোনও দেশ নয়। এটি কতগুলি ছোট ছোট দ্বীপের সমষ্টি। দ্বীপগুলি একেকটি স্বতন্ত্র জাতি। অর্থাৎ আজ পর্যন্ত কোনও পূর্ণাঙ্গ, স্বতন্ত্র দেশ একই বছরে তিন বা তার বেশি বিশ্বকাপ জেতার নজির গড়তে পারেনি।

তবে এবারে আমাদের ভারতের সামনে সেই নজির গড়ার হাতছানি। ভারত ভেঙে দিতে পারে ক্যারিবিয়ানদের রেকর্ড। আর শুরুটা ইতিমধ্যে হয়ে গিয়েছে। সদ্যই অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ জিতে নিয়েছে ভারতের মেয়েরা। এছাড়াও আরও দুটি বিশ্বকাপ এই বছর খেলতে চলেছে ভারতীয় ক্রিকেট। আর মাত্র কয়েকদিন পরই দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এরপর অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপ।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এই দুই ট্রফি জিতে নিতে পারলে চলতি ২০২৩ সালে তিনটি বিশ্বকাপ জয়ের নজির গড়বে ভারত। ছুঁয়ে ফেলবে ওয়েস্ট ইন্ডিজকে। তবে শুধু ছোঁয়া-ই নয়। ক্যারিবিয়ানদের টপকে যাওয়ার হাতছানি-ও থাকছে ভারতের সামনে। এ বছর তিনটি বিশ্বকাপের পাশাপাশি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল-ও রয়েছে। যদি ভারত সেখানে পৌঁছয় আর জিতে যায়, তবে এ বছরে চারটি বিশ্ব খেতাব জিতে ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে দেওয়ার সুযোগ থাকবে।