Corona: ফের করোনার নতুন ভেরিয়েন্টেরের জল্পনা , স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের

0
68
corona

খাস খবর ডেস্ক: ২০২১ এর শেষে অনেকেই ভাইরাস মুক্তির স্বপ্ন দেখছিলেন। যেভাবে গতি পেয়েছে ভ্যাকসিনেশন। ইতিমধ্যেই ভারতে বেশ কয়েকটি কোভিড ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। অনুমোদন পেয়েছে শিশুদের জন্য জাইকভ ডি ও। এরই মধ্যে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের পূর্বাভাস ভয় ধরাচ্ছে।

আরও পড়ুনঃ Maldah: কবে থামবে বৃষ্টি, কখন নামবে খেতের জল, আকাশ ও মাটি দুদিকেই তাকিয়ে কৃষকরা

- Advertisement -

বিশেষজ্ঞদের মতে, যতদিন এই ভাইরাস মানুষকে সংক্রমিত করবে, ততদিন পর্যন্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট আসবে। তবে এর মানে এই নয় যে নতুন ভ্যারিয়েন্ট আসবেই বা সেগুলি আরও বিপজ্জনক হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষকে এখনও টিকা দেওয়া বাকি। তাই আরও কয়েক মাস বা কয়েক বছর ধরে সংক্রমণের ঝুঁকি রয়েছে। ব্যাখ্যা দিয়ে বলেন, যখন ভাইরাসটি তার ভ্যারিয়েন্ট পরিবর্তন তৈরি করে, তখন তা আরও কিছুদিন টিকে থাকবে, এর ফলে নতুন রূপের সৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ Murder: ভোটের মুখে নদিয়ায় খুন শ্মশান যাত্রী, প্রশ্নের মুখে প্রশাসন

করোনার দুটো ঢেউ ভারতে আছড়ে পড়ার পর তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল। কিছু চিকিত্‍সক এবং ভাইরাস বিশেষজ্ঞরা দাবি করেছিলেন, দেশে অক্টোবর-নভেম্বরে মাসেই তৃতীয় ঢেউ আঘাত হানবে। তবে গবেষণা দেখাচ্ছে, অক্টোবরের মাঝামাঝি সময়ে কোনও নতুন ভেরিয়েন্টের হদিশ মেলেনি। এছাড়া ভাইরাসের নিজেদের পরিবর্তনেরও কোনও লক্ষণ নেই। তবে অবশ্যই মানতে হবে স্বাস্থ্যবিধি। কেন্দ্র ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মানতে হবে করোনা বিধি। এই সময়ের মধ্যেই দেশের সমস্ত মানুষকে সম্পূর্ণরূপে ভ্যাকসিন দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন সবাই।

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়া স্টেট ইউনিভার্সিটির ভাইরাস বিশেষজ্ঞ অ্যান্ড্রু রিড বলেছেন, যখন একটি ভাইরাস নতুন প্রজাতিতে সংক্রমিত হয়, তখন আরও ছড়িয়ে পড়ার জন্য একটি নতুন হোস্টের প্রয়োজন হয়। মিশিগান বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডঃ অ্যাডাম লরিং বলেন, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মতে, বৈকল্পিক ভাইরাস আগের রূপের চেয়ে সংক্রামক। এটি আরও সংক্রামক হয়ে উঠতে পারে, তবে এটি আগের চেয়ে দ্বিগুণ সংক্রমণ হারে নাও থাকতে পারে। ফ্রেড হাচিনসন ক্যান্সার রিসার্চ সেন্টারের ভাইরাস বিশেষজ্ঞ ডঃ জোশুয়া শিফার বলছেন, টিকা দিয়েও করোনা হতে পারে। এই ভাইরাস কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়ে।