Murder: ভোটের মুখে নদিয়ায় খুন শ্মশান যাত্রী, প্রশ্নের মুখে প্রশাসন

0
42

শান্তিপুর: সামনেই উপনির্বাচন শান্তিপুরে। তার আগেই ব্যাপক চাঞ্চল্য এলাকায়। উপনির্বাচনের প্রাক্কালে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় এক যুবক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা।

আরও পড়ুনঃ Fake Journalist: রাজ্যে সক্রিয় প্রতারণা চক্র, এবার পুলিশের জলে ‘ভুয়ো জার্নালিস্ট’

- Advertisement -

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নদিয়ার শান্তিপুর থানার চর এলাকার এক বৃদ্ধাকে শব দাহ করার জন্য শান্তিপুর শ্মশানে নিয়ে আসা হয়। ঠিক সেই সময় শান্তিপুর থানার পাঁচপোতা এলাকার আরেকটি মৃতদেহ শব দাহ করার জন্য ওই শ্মশানে নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ School: কবে থেকে খুলছে স্কুল, কি বলছে বিকাশ ভবন

অভিযোগ, এক পক্ষ যখন দাহ করে বাড়ি ফিরছিলেন তখন অন্য পক্ষের সঙ্গে কোন একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির শুরু হয়। তখনই, পাঁচপোতা এলাকার এক যুবক হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে সজোরে গভট এলাকার বাপ্পা বিশ্বাস(২৪) নামে এক যুবকের শরীরে আঘাত করে। এর পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাপ্পা বিশ্বাস কে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাপ্পা বিশ্বাসের পরিবারের তরফ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আগামী ৩০ অক্টোবর এলাকার উপ নির্বাচন। তার আগে এমন ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে।