নিজে ধর্মপ্রাণ মুসলিম হয়ে স্ত্রীকে কেমনভাবে দেখতে চান সাদিও মানে

0
212

স্পোর্টস ডেস্ক: একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবেই পরিচিত লিভারপুলের সেনেগালিজ উইঙ্গার সাদিও মানে। তাঁর ফুটবল জীবনেও ধর্মীয় প্রভাব রীতিমত প্রকটিত। সেনেগালিজ তারকা নিজর ধর্মীয় শিক্ষা এবং কর্তব্যকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখেন। সে মাঠের বাইরেই হোক কিংবা মাঠের মধ্যে। নমাজ পড়ার পাশাপাশি রমজান চলাকালীন রোজা রেখে মাঠে নামতে দেখা গিয়েছে তাঁকে। আর এবারে মানে-র দাম্পত্য জীবনেও এসে পড়ল ধর্মীয় প্রসঙ্গ।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না শামি, সাফ জানিয়ে দিলেন প্রাক্তন পেসার

- Advertisement -

দাম্পত্য জীবন? না না, এখনও কারও সঙ্গে গাঁটছড়া বাঁধেননি মানে। তাহলে বান্ধবী? নাঃ সে গুড়ে-ও বালি‌। কিছুদিন আগে গুজব ছিল লিভারপুলের বিখ্যাত মহিলা ক্রীড়া সাংবাদিক মেলিসা রেড্ডির সঙ্গে ডেট করছেন সেনেগালিজ উইঙ্গার। কিন্তু সেই গুজব-ও সম্প্রতি বাতিল করে দিয়েছেন সাদিও মানে।

আসলে মানে সম্প্রতি জানিয়েছেন, একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে ঠিক কেমন ধরণের মেয়ে পছন্দ তাঁর। মানে-র ব্যক্তিগত— বিশেষ করে দাম্পত্য জীবন নিয়ে কৌতূহলের সীমা নেই ভক্তদের। তিনি কী বিবাহিত? যদি বিবাহিত না হন তাহলে কি কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মানে জানাচ্ছেন, তিনি মোটেই কারও সঙ্গে সম্পর্কে নেই। আর যাকে তাকে নিজের সঙ্গী হিসেবে বেছেও নিতে পারবেন না তিনি।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

যে মেয়ে হবে ধর্মভীরু। সামাজিক মাধ্যম থেকে সর্বদা দূরে থাকবে। ধর্মীয় অনুশাসন সর্বদা মেনে চলবে। এমন মেয়েকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান বলে জানাচ্ছেন লিভারপুলের উইঙ্গার। অর্থাৎ যাকে বলে নিজের মনের মত জীবনসাথী খুঁজছেন সাদিও মানে। এক কথায়, রাজযোটক। অবশ্য মানে বাহ্যিক সৌন্দর্যের ওপর গুরুত্ব দিতে নারাজ। তিনি পাত্রীর মনের সৌন্দর্যেই মোহিত হতে চান।